হোম > অপরাধ > ঢাকা

ধলেশ্বরী নদীতে খেয়া পারাপারের ট্রলারে ডাকাতি, আহত ২ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে খেয়া পারাপারের ট্রলারে ডাকাতির ঘটনায় দুই যাত্রী আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার বক্তাবলী গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতের দল যাত্রীদের মারধর করে নগদ টাকা ও মালামালসহ মোট প্রায় ৬ লাখ টাকার সম্পত্তি লুট করে নিয়ে গেছে।

বক্তাবলী ইউনিয়ন পরিষদের সদস্য মহিউদ্দিন এই ট্রলারের যাত্রীদের বরাত দিয়ে বলেন, ‘গতকাল রাত সাড়ে ১২টার দিকে ধলেশ্বরী নদীর পূর্ব প্রান্তের ঘাট থেকে একটি ট্রলার বক্তাবলী ঘাটে যাচ্ছিল। ওই সময় ট্রলারে প্রায় ২০-২২ জন যাত্রী ছিল। এ সময় মাঝ নদীতে একটি স্পিডবোটে সাত-আটজনের একটি ডাকাতদল এসে ট্রলারটি থামিয়ে দেয়। তারা রামদা ও পিস্তলের মুখে যাত্রীদের জিম্মি করে সবার পকেটে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ট্রলারে থাকা দুই যাত্রীর কাছে টাকা না থাকায় তাঁদের বেধড়ক মারধর করা হয়েছে। পরে ডাকাতেরা স্পিডবোট নিয়ে মুন্সিগঞ্জের মুক্তারপুরের দিকে চলে যায়। আহত দুজনকে তাৎক্ষণিক হাসপাতালে পাঠানো হয়েছে।’

স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজ বলেন, ‘এই খেয়া পারাপারের সময় প্রায়ই ডাকাতের কবলে পড়ছে যাত্রীরা। ঠিকভাবে বক্তাবলী নৌ ফাঁড়ির পুলিশ রাতে নদীতে টহল দিচ্ছে না। যদি নিয়মিত টহল থাকত, তাহলে ডাকাতেরা এভাবে ডাকাতি করতে পারত না।’

এ বিষয়ে বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল ফকির বলেন, ‘আমরা জানতে পেরেছি ছয়-সাতজনের ডাকাত দল যাত্রীদের কাছে থাকা মোবাইল ফোনসহ ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে। যাত্রীদের মধ্যে কয়েকজনকে কিল-ঘুষি মেরেছে তারা। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি।’ 

ওসি আরও বলেন, ‘এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে আমাদের তদন্ত চলছে।’ 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, ধলেশ্বরী নদীতে ডাকাতির ঘটনায় নৌ-পুলিশ ব্যবস্থা নেবে। তার পরও খোঁজখবর নিতে সেখানকার থানার পুলিশ পাঠানো হয়েছে।

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক