হোম > অপরাধ > ঢাকা

নিখোঁজের ৯দিন পর কিশোরের মরদেহ উদ্ধার, দুই যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার লাহাপাড়া গ্রামের কিশোর ফয়সাল আহম্মেদের (১৭) মরদেহ উদ্ধার করেছে র‍্যাব। নিখোঁজ হওয়ার ৯ দিন পর শুক্রবার ভোরে ঋষিপাড়া খাল থেকে উদ্ধার তাঁর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এর আগে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে অপূর্ব চন্দ্র দাস ও তপু চন্দ্র দাস নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে ফয়সাল আহম্মেদের লাশ উদ্ধার করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে। 

নিহত ফয়সাল আহম্মেদ উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর গ্রামের আবুল হোসেনের ছেলে। গ্রেপ্তার হওয়া দুজন অপূর্ব চন্দ্র দাস সোনারগাঁ পৌরসভার ঋষিপাড়া গ্রামের তপন চন্দ্র দাসের ছেলে এবং তপু চন্দ্র দাস একই গ্রামের নিতাই চন্দ্র দাসের ছেলে। 

শুক্রবার র‍্যাব-১১ এর অধিনায়ক লে: কর্নেল তানভীর মাহমুদ এক বিবৃতিতে বলেন, ফয়সাল আহম্মেদ সোনারগাঁ পৌরসভার লাহাপাড়া গ্রামে তার মামার বাড়িতে বসবাস করত। গত ২৬ জানুয়ারি রাতে ফয়সাল নিখোঁজ হয়। নিখোঁজের পর ফয়সাল আহম্মেদের মামা সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরির সূত্র ধরে র‍্যাব-১১ এর সদস্যরা পুরো ঘটনাটি তদন্ত করে বৃহস্পতিবার রাতে পৌর এলাকার ঋষিপাড়া গ্রাম থেকে অপূর্ব চন্দ্র দাস ও তপু চন্দ্র দাস নামের দুই যুবককে আটক করে। আটকের পর র‍্যাব সদস্যদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই যুবক জানান, পূর্ব শত্রুতার জের ধরে তারা দুজন ফয়সাল আহম্মেদকে হত্যা করেছে। 

হত্যার বর্ণনায় তারা র‍্যাবকে জানায়, প্রথমে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে একটি নির্জন বাগানে নেওয়া হয় ফয়সালকে। সেখানে তার হাত, পা বেঁধে পিটিয়ে ও শ্বাসরুদ্ধ করে হত্যা করে অপূর্ব ও তপু। এরপর ফয়সালের মরদেহ গুম করার উদ্দেশ্যে নিজেদের বাড়ির পাশের একটি খালে ফেলে দিয়ে ওপরে কচুরিপানা দিয়ে ডুবিয়ে রাখে। পরে তাদের দেখানো স্থান থেকে ফয়সালের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। 

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় ৪ জনকে আসামি করে নিহত ফয়সাল আহম্মেদের বাবা থানায় মামলা করেছেন। এ মামলায় আটক দুই আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ শনিবার ৭ দিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে পাঠানো হবে। 

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ