হোম > অপরাধ > ঢাকা

রাজধানীর বনশ্রীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

ঢামেক প্রতিনিধি

রাজধানীর রামপুরায় ট্রাকের ধাক্কায় সাইফুল সরদার (৩৫) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বনশ্রী ফরাজী হাসপাতালের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি ইউএস-বাংলা এয়ারলাইনসের গাড়িচালক ছিলেন। 

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হুদা জানান, হাসপাতালের সামনের রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি ট্রাক তাঁর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এসআই আরও জানান, ট্রাকটি জব্দ করা সম্ভব হয়নি। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। 

এদিকে নিহতের ভাগনে সোহেল শেখ জানান, সাইফুলের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল উত্তরপাড়া গ্রামে। তাঁর বাবা আইয়ুব আলী সরদার। স্ত্রী সাবিনা আক্তার ও একমাত্র ছেলেকে নিয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় থাকতেন তিনি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের গাড়িচালক ছিলেন। রাতে বিমানবন্দর থেকে কাজ শেষে মোটরসাইকেল চালিয়ে ডেমরার বাসায় ফিরছিলেন। পথে দুর্ঘটনার শিকার হন।

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ