হোম > অপরাধ > ঢাকা

দক্ষিণখানে ডিশ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

রাজধানীর দক্ষিণখানে সোহেল রানা নামের এক ডিশ ব্যবসায়ী কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাত ৮টার দিকে দক্ষিণখানের মৌশাইর মাল্টি গার্মেন্টসের সামনে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী।

নিহত সোহেল রানা দক্ষিণখানের আর্মি সোসাইটিতে থাকতেন। তার বাবার নাম মো. দুলাল।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মাল্টি গার্মেন্টসের সামনে রাত ৮টার দিকে কয়েকজন দুর্বৃত্ত এসে সোহেলকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। পরে অন্য একটি হাসপাতালে পাঠানো হয়। 

কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল সূত্র জানিয়েছে, সোহেলের বাম হাতে একাধিক গুরুতর জখমসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী রোববার রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘মৌশাইর এলাকায় সোহেল নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আমরা বর্তমানে ঘটনাস্থলে আছি। বিষয়টি তদন্ত করে দেখছি।’

পরিদর্শক সুমন বলের, ‘কোপানোর পর সোহেলকে প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে অন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

সোহেলকে হত্যার কারণ প্রসঙ্গে জানতে চাইলে পরিদর্শক সুমন বলেন, ‘নিহত সোহেল ডিশ ব্যবসা করতেন। তাকে কী কারণে, কারা হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।’

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক