হোম > অপরাধ > ঢাকা

দক্ষিণখানে ডিশ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

রাজধানীর দক্ষিণখানে সোহেল রানা নামের এক ডিশ ব্যবসায়ী কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাত ৮টার দিকে দক্ষিণখানের মৌশাইর মাল্টি গার্মেন্টসের সামনে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী।

নিহত সোহেল রানা দক্ষিণখানের আর্মি সোসাইটিতে থাকতেন। তার বাবার নাম মো. দুলাল।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মাল্টি গার্মেন্টসের সামনে রাত ৮টার দিকে কয়েকজন দুর্বৃত্ত এসে সোহেলকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। পরে অন্য একটি হাসপাতালে পাঠানো হয়। 

কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল সূত্র জানিয়েছে, সোহেলের বাম হাতে একাধিক গুরুতর জখমসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী রোববার রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘মৌশাইর এলাকায় সোহেল নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আমরা বর্তমানে ঘটনাস্থলে আছি। বিষয়টি তদন্ত করে দেখছি।’

পরিদর্শক সুমন বলের, ‘কোপানোর পর সোহেলকে প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে অন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

সোহেলকে হত্যার কারণ প্রসঙ্গে জানতে চাইলে পরিদর্শক সুমন বলেন, ‘নিহত সোহেল ডিশ ব্যবসা করতেন। তাকে কী কারণে, কারা হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।’

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে