হোম > অপরাধ > ঢাকা

কালকিনিতে খাল থেকে স্বামী-স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

প্রতিনিধি, মাদারীপুর

কালকিনিতে একটি খাল থেকে মোয়াজ্জেম সরদার (৪২) ও মোকসেদা বেগম (৩৪) নামে এক দম্পতির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

আজ শুক্রবার দুপুরে আলীনগর এলাকার হাবিব ব্যাপারীর বাড়ির পাশের একটি খাল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। মোয়াজ্জেম উপজেলার আলীনগর এলাকার রাজাচর গ্রামের মফছের সরদারের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মোয়াজ্জেম ও মোকসেদা বেগম গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে একইসঙ্গে নিখোঁজ হন। পরে গ্রামের একটি খালে তাদের মরদেহ পাওয়ার খবর পায় পরিবার। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য মো. নান্নু বলেন, মোয়াজ্জেম একটি মামলার সাক্ষী ছিলেন। এর জেরেই হয়তো এ হত্যাকাণ্ড ঘটেছে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল বলেন, আমরা খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করেছি। ময়নাতদন্তের পর বলা যাবে কীভাবে তাদের মৃত্যু হলো।

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ