কালকিনিতে একটি খাল থেকে মোয়াজ্জেম সরদার (৪২) ও মোকসেদা বেগম (৩৪) নামে এক দম্পতির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ শুক্রবার দুপুরে আলীনগর এলাকার হাবিব ব্যাপারীর বাড়ির পাশের একটি খাল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। মোয়াজ্জেম উপজেলার আলীনগর এলাকার রাজাচর গ্রামের মফছের সরদারের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মোয়াজ্জেম ও মোকসেদা বেগম গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে একইসঙ্গে নিখোঁজ হন। পরে গ্রামের একটি খালে তাদের মরদেহ পাওয়ার খবর পায় পরিবার। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য মো. নান্নু বলেন, মোয়াজ্জেম একটি মামলার সাক্ষী ছিলেন। এর জেরেই হয়তো এ হত্যাকাণ্ড ঘটেছে।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল বলেন, আমরা খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করেছি। ময়নাতদন্তের পর বলা যাবে কীভাবে তাদের মৃত্যু হলো।