হোম > অপরাধ > ঢাকা

মির্জাপুরে ৬ নারী ছিনতাইকারী আটক

প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল): টাঙ্গাইল মির্জাপুর উপজেলায় নারী ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। লেগুনায় সঙ্গবদ্ধ যাত্রী হয়ে স্বর্ণের চেইন ছিনতাইকালে তাঁদের আটক করা হয়।

আজ বুধবার (৯ জুন) উপজেলার দেওহাটা এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে তাঁদের আটক করে মির্জাপুর থানা-পুলিশ।

আটক নারীরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া উপজেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের আসকার আলীর মেয়ে সুজিনা বেগম (৪৪), একই গ্রামের সুজন মিয়ার স্ত্রী হাফিজা আক্তার (২৪), রহিম আলীর মেয়ে জয়তারা বেগম (৪৭), আব্দুল কাইয়ুম মিয়ার স্ত্রী খাদিজা (২০), একই উপজেলার আগলাবাড়ি গ্রামের মাহফুজ মিয়ার মেয়ে হাফিজা আক্তার (২১) ও দেওরথ গ্রামের শের আলীর স্ত্রী সুমি আক্তার (৩০)।

পুলিশ জানায়, উপজেলার গোড়াই ক্যাডেট কলেজ এলাকার বাসিন্দা ছিবার উদ্দিন ও রেজিয়া আক্তার নামের এক দম্পতি মহাসড়কের ক্যাডেট কলেজ এলাকা দেওহাটার উদ্দেশ্যে লেগুনায় ওঠেন। লেগুনা হাটুভাঙ্গা এলাকায় পৌঁছালে প্রতারক ৬ নারী যাত্রী হয়ে একই লেগুনায় ওঠেন। এরপর সেখানে বসা নিয়ে তারা গা ঘেঁষাঘেঁষি শুরু করেন। একপর্যায়ে দেওহাটা আন্ডারপাসের কাছাকাছি পৌঁছালে ওই নারী সদস্যরা রেজিয়া আক্তারকে পরিকল্পিতভাবে ধাক্কা দিতে থাকে। পরে স্বামী তাদের ফেরানোর চেষ্টা করেন। এ সময় সুজিনা বেগম নামের এক নারী ছিনতাইকারী সুকৌশলে রেজিনার গলা থেকে তার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এ সময় দম্পতির চিৎকারে আশপাশের লোকজন ও পাশেই দেওহাটা ফাঁড়ির পুলিশ গিয়ে তাঁদের (ছিনতাইকারী) আটক করে। পরে দেহ তল্লাশি করে সুজিনা নামে ওই নারীর কাছ থেকে ছিনতাই হওয়া স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়।

আটককৃতদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলার রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মির্জাপুরের দেওহাটা ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আইয়ুব খান আটককৃতরা পেশাদার অপরাধী। তাদের কাছ থেকে স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়েছে।
তাঁদের নামে ছিনতাই মামলা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ