হোম > অপরাধ > ঢাকা

শ্বশুরকে ইয়াবা ব্যবসায় নামানো জামাতা অবশেষে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শ্বশুরকে ইয়াবা ব্যবসায় নামানো সেই জামাতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তার জামাতার নাম মো. রিপন শেখ (৩৬)। তাঁর কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবাও উদ্ধার করা হয়েছে। 

রোববার (২৩ জুলাই) মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে রিপন শেখকে গ্রেপ্তার করে ডিএনসির ঢাকা মহানগর দক্ষিণ। গাড়িচালক রিপন শেখের গ্রামের বাড়ি পাবনার আমিনপুরের আহাম্মদপুর মধ্যপাড়া এলাকায়। মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের একটি ভাড়া বাড়িতে থাকেন। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, এর আগে গত ১৭ জুলাই ১০ হাজার পিস ইয়াবাসহ মো. আব্দুল কুদ্দুস, মো. নিজাম উদ্দিন ও কাশেম শেখ নামের তিনজনকে গ্রেপ্তার করে ডিএনসি। গ্রেপ্তারদের মধ্যে কাশেম শেখ তাঁর জামাতা রিপন শেখের প্ররোচনায় ইয়াবা কারবারে জড়িত হওয়ার কথা জানান। তিনজন গ্রেপ্তারের পর রিপন গা-ঢাকা দেন। 

রোববার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ রিপন শেখকে গ্রেপ্তার করা হয়। রিপন শেখ মীর রেডিমিক্স কংক্রিট কোম্পানির মিক্সিং গাড়িচালক। গত জানুয়ারিতে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে নির্মাণের কাজে দায়িত্বরত থাকাকালে টেকনাফ ভিত্তিক মাদক সিন্ডিকেটের অন্যতম মূল হোতা ইব্রাহিম-মন্নাফের সঙ্গে পরিচিত হয়। এরপর ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েন। গত দুই মাসে কক্সবাজার থেকে পাঁচটি চালানে ইয়াবা নিয়ে এসেছেন তিনি। তাঁর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন