হোম > অপরাধ > ঢাকা

সস্তায় মুরগি কিনতে দীর্ঘ লাইন, ৪০ হাজার টাকা জরিমানা গুনলেন খামারি

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

মাইকিং করে সস্তায় মুরগি বিক্রি করছিলেন ব্যবসায়ী ফরিদ উদ্দিন ও খামারি মামুন মিয়া। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত এসে তাঁদের ৪০ হাজার টাকা জরিমানা করেন। ঘটনাটি কিশোরগঞ্জের তাড়াইলের।

জানা গেছে, আজ বৃহস্পতিবার উপজেলার সদর বাজারে মুরগি ব্যবসায়ী ফরিদ উদ্দিনকে ২০ হাজার ও ইছাপশর গ্রামের খামারি মামুন মিয়াকে ২০ হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। ইছাপশর গ্রামের 

ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটরের দায়িত্ব পালন করা উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুর রউফ তালুকদার জানান, বর্তমান বাজারে ব্রয়লার মুরগি ১৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সকালে উপজেলা সদরের বিভিন্ন সড়কে ১০০ টাকা কেজি দরে ব্রয়লার মুরগি বিক্রির মাইকিং করেন সদর বাজারের মুরগি ব্যবসায়ী ফরিদ উদ্দিন। কম দামে মুরগি কেনার জন্য লোকজনের লাইন পড়ে ফরিদের দোকানে সামনে। ক্রেতারা মুরগি কেনার সময় কয়েকটি মরা মুরগি দেখতে পান। একজন ক্রেতা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ দেন। পরে প্রাণিসম্পদ কর্মকর্তা নূরজাহান বেগমকে সঙ্গে নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও লুবনা শারমীন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পান। সেখানে ভ্রাম্যমাণ আদালতে খামারি মামুন এবং ব্যবসায়ী ফরিদ উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়। তাদের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নূরজাহান বেগম বলেন, ‘খামারি মামুন এবং ব্যবসায়ী ফরিদ উদ্দিনে যোগসাজশে মাইকিং করে অসুস্থ মুরগি বিক্রি করা হচ্ছিল। সেখানে ৪০০ মুরগির মধ্যে দুই ঘণ্টার মধ্যেই ১৪০টি মুরগি মারা যায়। মৃত মুরগিগুলো মাটিতে কেরোসিন ঢেলে চাপা দেওয়া হয়েছে। বাকি মুরগিগুলো আমাদের তত্ত্বাবধানে আছে। চিকিৎসার পর ভালো থাকলে বিক্রির অনুমতি দেওয়া হবে।’

জুলাইয়ের অজ্ঞাতনামা শহীদ: কবর থেকে মরদেহ তুলে শনাক্তের কাজ শুরু

উদ্বোধন হলো কসাইবাড়ি-কাঁচকুড়া বাজার ‘হাফেজ্জী হুজুর সরণি’

সেই এনায়েত করিমের মামলায় সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার দেখাল ডিবি

‘রোজা ও পূজা একই মুদ্রার এপিঠ-ওপিঠ’: শিশির মনিরের বিরুদ্ধে মামলার আবেদন, তদন্তে ডিবি

কেরানীগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের কবরের জন্য নির্ধারিত স্থানে আগুন

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর লাগেজে ৯৩ হাজার ইউরো

সাংবাদিক শওকত মাহমুদকে বাসার সামনে থেকে তুলে নিয়ে গেল ডিবি

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল

ইটনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ জনের কারাদণ্ড