হোম > অপরাধ > ঢাকা

সস্তায় মুরগি কিনতে দীর্ঘ লাইন, ৪০ হাজার টাকা জরিমানা গুনলেন খামারি

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

মাইকিং করে সস্তায় মুরগি বিক্রি করছিলেন ব্যবসায়ী ফরিদ উদ্দিন ও খামারি মামুন মিয়া। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত এসে তাঁদের ৪০ হাজার টাকা জরিমানা করেন। ঘটনাটি কিশোরগঞ্জের তাড়াইলের।

জানা গেছে, আজ বৃহস্পতিবার উপজেলার সদর বাজারে মুরগি ব্যবসায়ী ফরিদ উদ্দিনকে ২০ হাজার ও ইছাপশর গ্রামের খামারি মামুন মিয়াকে ২০ হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। ইছাপশর গ্রামের 

ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটরের দায়িত্ব পালন করা উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুর রউফ তালুকদার জানান, বর্তমান বাজারে ব্রয়লার মুরগি ১৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সকালে উপজেলা সদরের বিভিন্ন সড়কে ১০০ টাকা কেজি দরে ব্রয়লার মুরগি বিক্রির মাইকিং করেন সদর বাজারের মুরগি ব্যবসায়ী ফরিদ উদ্দিন। কম দামে মুরগি কেনার জন্য লোকজনের লাইন পড়ে ফরিদের দোকানে সামনে। ক্রেতারা মুরগি কেনার সময় কয়েকটি মরা মুরগি দেখতে পান। একজন ক্রেতা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ দেন। পরে প্রাণিসম্পদ কর্মকর্তা নূরজাহান বেগমকে সঙ্গে নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও লুবনা শারমীন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পান। সেখানে ভ্রাম্যমাণ আদালতে খামারি মামুন এবং ব্যবসায়ী ফরিদ উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়। তাদের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নূরজাহান বেগম বলেন, ‘খামারি মামুন এবং ব্যবসায়ী ফরিদ উদ্দিনে যোগসাজশে মাইকিং করে অসুস্থ মুরগি বিক্রি করা হচ্ছিল। সেখানে ৪০০ মুরগির মধ্যে দুই ঘণ্টার মধ্যেই ১৪০টি মুরগি মারা যায়। মৃত মুরগিগুলো মাটিতে কেরোসিন ঢেলে চাপা দেওয়া হয়েছে। বাকি মুরগিগুলো আমাদের তত্ত্বাবধানে আছে। চিকিৎসার পর ভালো থাকলে বিক্রির অনুমতি দেওয়া হবে।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু