হোম > অপরাধ > ঢাকা

সৌদি আরবে বসে দেশে ভিওআইপির ব্যবসা চালান তিনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ার একটি বাসাতে অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব বলছে, এই সরঞ্জামের মূল মালিক আলি নামের এক সৌদি আরব প্রবাসী ব্যক্তি। তিনি সেখানে বসে তিনজন কর্মী দিয়ে গত দেড় বছর ধরে এই কাজ করে আসছিলেন।

আজ মঙ্গলবার রাতে অভিযান শেষে ঘটনাস্থল থেকে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার মঈন বলেন, শফিকুল ইসলাম নামে ওই ফ্ল্যাটের এক কেয়ারটেকারকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মূল কাজের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে গ্রেপ্তার করা যায়নি। অভিযানের খবর পেয়ে তাঁরা পালিয়েছেন।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, অভিযানে ১ হাজারের বেশি সিম উদ্ধার করা হয়েছে। এই সিম ব্যবহার করে মধ্যপ্রাচ্য থেকে আসা ফোনকল অবৈধভাবে পরিচালনা করা হতো। অভিযানে প্রায় ৩০ লাখ টাকার ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এই সরঞ্জাম ব্যবহার করে একসঙ্গে ১৬০টি কল পরিচালনা করা হতো। আর এই কলের মাধ্যমে প্রতি বছর ৫ কোটি টাকার রাজস্ব হারাচ্ছিল সরকার। এই চক্র গত দেড় বছর ধরে এই কাজ করে আসছিল। সেই হিসাবে সরকারের ৭ থেকে ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে। এই চক্রের বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

র‍্যাবের দাবি, টেলিযোগাযোগ খাতে রাজস্ব ফাঁকি দিতে অবৈধ ভিওআইপি কারবারে জড়িত রয়েছে আরও একাধিক চক্র।

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত