হোম > অপরাধ > ঢাকা

স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় বন্ধুকে খুন 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

বন্ধুর সঙ্গে স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় রাজধানীর তুরাগে বন্ধুকে খুনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বরগুনা জেলার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের দক্ষিণ গাজীপুর নামক গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার বন্ধুর নাম ইমাম হাসান ওরফে হৃদয় (২০)। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার ময়নামতি এলাকার ইসমাঈল হোসেনের ছেলে। তিনি বর্তমানে তুরাগের বৃন্দাবন বস্তিতে বসবাস করেন। এ ঘটনায় নিহত বন্ধুর নাম রাসেল (২২)। 

এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তুরাগের ডিয়াবাড়ির বৃন্দাবন এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

এ বিষয়ে র‍্যাব-৮-এর সিপিসি-১-এর পটুয়াখালী ক্যাম্পের লে. কমান্ডার মো. শহিদুল ইসলাম গ্রেপ্তার হৃদয়ের বরাত দিয়ে বলেন, রাসেল ও হৃদয় তুরাগের বৃন্দাবন বস্তিতে বসবাস করতেন। সেই সুবাদে তাঁদের বন্ধুত্ব হয়। যার কারণে একে অপরের বাড়িতে যাতায়াত ছিল। সেই সূত্রে হৃদয়ের স্ত্রী (১৭) সঙ্গে রাসেলের পরকীয়া গড়ে ওঠে। 

ঘটনার দিন সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার দিকে হৃদয় বাইর থেকে বাসায় যান। তখন হৃদয়ের স্ত্রী আখি নুরের সঙ্গে রাসেলকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন তিনি। এ সময় হৃদয় রাসেলকে কিলঘুষি মারতে থাকেন। এ সময় হাতের কাছে একটি ছুরি পেয়ে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। স্ত্রী আখি বাধা দিতে এসে তিনিও আহত হন। পরে তাঁদের আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। সেই সঙ্গে রাসেলের বাবা বাদী হয়ে তুরাগ থানায় একটি হত্যা মামলা করেন। 

লে. কমান্ডার মো. শহিদুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের পরপরই হৃদয় গাবতলী বাসস্ট্যান্ড থেকে কুয়াকাটা চলে যান। পরের দিন খালাতো ভাইয়ের শ্বশুরবাড়ি বরগুনা জেলার আঠারগাছিয়াতে আত্মগোপন করেন। পরে র‍্যাব সদর দপ্তর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হৃদয়ের অবস্থান শনাক্ত করে। সেই সঙ্গে র‍্যাব সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী তাঁকে গ্রেপ্তার করা হয়। 

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি