ঢাকার কেরানীগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. নাদিম (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে কেরানীগঞ্জ মডেল থানার খোলামোড়া আদর্শ স্কুলের সামনে দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত একটার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহতের বাবা মো. নিজাম উদ্দিন বলেন, ‘আমার ছেলে রাজধানীর নিউমার্কেট এলাকায় একটি কাপড়ের দোকানে কাজ করে। ছুটির পর বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত একটার দিকে সে মারা যায়। কারা আমার ছেলেকে মেরেছে, এ বিষয়ে আমি কিছু জানি না বা বলতেও পারব না। এই ঘটনায় আরও একজনকে ছুরিকাঘাত করা হয়েছে। তাঁকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’