হোম > অপরাধ > ঢাকা

ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিন পুলিশ সদস্য আহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আজ রোববার বিকেলে টঙ্গী রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মের দক্ষিণ পূর্ব পাশে এ ঘটনা ঘটে। ওই তিন পুলিশ সদস্য টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশে কর্মরত ছিলেন। 

আহত পুলিশ সদস্যরা হলেন, খন্দকার আকরাম হোসেন, হুমায়ন কবির ও সাজবীর হোসেন। ঘটনার পর আহতদের উদ্ধার টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। 

এ ঘটনায় জড়িত আক্তার হোসেন (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে দুইটি চাকু উদ্ধার করা হয়েছে। 

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ (এসআই) ছোটন শর্মা বলেন, রোববার আখেরি মোনাজাত শেষে বিকেলে রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে দায়িত্ব পালন করছিলেন ওই তিনজন পুলিশ সদস্য। ইজতেমায় শেষে ট্রেনের ভেতরে মুসল্লিদের কাছ থেকে ছিনতাইকালে ছিনতাইকারী আক্তারকে আটক করে। এ সময় ওই ছিনতাইকারীর কাছে থাকা চাকু দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে ওই তিন পুলিশ সদস্য আহত হন। পরে তাঁদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়।’ 

এসআই আরও বলেন, ‘আক্তার চিহ্নিত ছিনতাইকারী। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

রায়েরবাজারে দাফন করা ১১৪ জনের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে হস্তান্তর ‎

জাবির আবাসিক হল থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ

‘মার্চ ফর ইনসাফ’ চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

জীবন বাঁচাতে ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি খোকনের

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ