হোম > অপরাধ > ঢাকা

ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিন পুলিশ সদস্য আহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আজ রোববার বিকেলে টঙ্গী রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মের দক্ষিণ পূর্ব পাশে এ ঘটনা ঘটে। ওই তিন পুলিশ সদস্য টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশে কর্মরত ছিলেন। 

আহত পুলিশ সদস্যরা হলেন, খন্দকার আকরাম হোসেন, হুমায়ন কবির ও সাজবীর হোসেন। ঘটনার পর আহতদের উদ্ধার টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। 

এ ঘটনায় জড়িত আক্তার হোসেন (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে দুইটি চাকু উদ্ধার করা হয়েছে। 

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ (এসআই) ছোটন শর্মা বলেন, রোববার আখেরি মোনাজাত শেষে বিকেলে রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে দায়িত্ব পালন করছিলেন ওই তিনজন পুলিশ সদস্য। ইজতেমায় শেষে ট্রেনের ভেতরে মুসল্লিদের কাছ থেকে ছিনতাইকালে ছিনতাইকারী আক্তারকে আটক করে। এ সময় ওই ছিনতাইকারীর কাছে থাকা চাকু দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে ওই তিন পুলিশ সদস্য আহত হন। পরে তাঁদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়।’ 

এসআই আরও বলেন, ‘আক্তার চিহ্নিত ছিনতাইকারী। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি