হোম > অপরাধ > ঢাকা

জমি নিয়ে বিরোধে গাছের সঙ্গে শত্রুতা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে অপরের জমিকে নিজের দাবি করে সেখানে লাগানো বেশ কিছু চারাগাছ কেটে ফেলা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার বক্তারপুর ইউনিয়নের আটলাব পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. শাহজাহান মোল্লা এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

আজ মঙ্গলবার সকালে সরেজমিন গিয়ে ঘটনার সত্যতা মেলে। এ সময় অভিযুক্ত জামাল উদ্দিন এ প্রতিবেদককে বলেন, ‘আমার জায়গার গাছ আমি কেটেছি এতে কার কী?’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ওই সময়কার বিচার মানি না।’ বিচার না মানলে আইনগত ব্যবস্থা নিতে পারতেন, গাছ কাটলেন কেন জানতে চাইলে জবাবে জামাল উদ্দিন বলেন, ‘জমি ওদের হলে আমি গাছ কাটার জরিমানা দিব।’ 

অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুরে প্রতিবেশীর কেনা সম্পত্তি দখল করার চেষ্টা করা হয়। এতে বাধা দিতে গেলে ভুক্তভোগীদের অশ্লীল ভাষায় গালাগাল করতে থাকেন। এর প্রতিবাদ করতে গেলে অভিযুক্তরা মারতে যান। একপর্যায়ে ভুক্তভোগীদের কেনা জমির বেশ কিছু আম, জাম, কাঁঠাল, আমলকী ও জলপাইগাছের চারা কেটে নেন। বাধা দিলে প্রতিবেশী কাশেম ও শাহজাহানকে মারধর করা হয়। এ সময় তাঁদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে তাঁরা পালিয়ে যান। এ বিষয়ে আজ মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আব্দুল আওয়াল বলেন, ‘অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুই পক্ষকে শান্তিপূর্ণ অবস্থানে থাকতে বলা হয়েছে। পাশাপাশি জমির কাগজপত্র নিয়ে স্থানীয় গণ্যমান্য লোকজন নিয়ে বিষয়টি সমাধানের জন্য ইউপি সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মো. নুরুল ইসলাম বলেন, ‘বিষয়টি নিয়ে ইতিপূর্বে বেশ কয়েকবার বিচার সালিস হয়েছে। কাগজপত্র দেখে সালিসের রায় দিলেও জামাল ও তাঁর লোকজন তা মানেননি। তবে তাঁরা চাইলে বিষয়টি মীমাংসার জন্য আমি আবারও চেষ্টা করব।’

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট