হোম > অপরাধ > ঢাকা

অপহরণের ১৫ দিন পর কিশোরী উদ্ধার

প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল): অপহরণের ১৫ দিন পর এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। টাঙ্গাইলের মধুপুরের পীরগাছা এলাকা থেকে গত ৩১ মার্চ এক কিশোরীকে অপহরণ করা হয়। টানা ১৫ দিন চেষ্টার পর গতকাল শুক্রবার রাতে তাকে উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে গ্রেপ্তার করা হয় অপহরণকারীকেও।

মধুপুর থানার একটি সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তির নাম আবদুল মান্নান। থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হাইয়ের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার রাতে অপহৃত কিশোরীকে উদ্ধার করে। পরে আজ শনিবার তাকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশের তথ্যমতে, মধুপুর থানা পুলিশ শুরু থেকেই অপহৃত কিশোরীকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু সুবকচনা গ্রামের হাতেম আলীর ছেলে আবদুল মান্নান (২১) ওই কিশোরীকে অপহরণের পর থেকেই বারবার স্থান পরিবর্তন করছিলেন। অপহরণে সহযোগিতাকারী ফরহাদ গ্রেপ্তার হওয়ার পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শ্রীপুর, বাঁশচরা ও জামালপুরে পৃথক অভিযান চালানো হয়। শেষে গতকাল শুক্রবার রাতে অভিযান চালানো হয় মধুপুর ও জামালপুর সদর উপজেলার সীমান্তবর্তী উপজেলার ফুলবাগচালা এলাকায়। এই অভিযানে পুলিশ মান্নানকে গ্রেপ্তার করে এবং অপহৃত কিশোরীকেও উদ্ধার করে।

মধুপুর থানার এসআই আবদুল হাই বলেন, আবদুল মান্নানকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ৩১ মার্চ মধুপুরের পীরগাছা থেকে এক কিশোরীকে অপহরণ করা হয়। পর দিন ১ এপ্রিল কিশোরীর বাবা থানায় অভিযোগ করেন। ৪ এপ্রিল অভিযোগটিকে নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করে কিশোরীকে উদ্ধারে অভিযান চালায় পুলিশ।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার