হোম > অপরাধ > ঢাকা

অপহরণের ১৫ দিন পর কিশোরী উদ্ধার

প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল): অপহরণের ১৫ দিন পর এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। টাঙ্গাইলের মধুপুরের পীরগাছা এলাকা থেকে গত ৩১ মার্চ এক কিশোরীকে অপহরণ করা হয়। টানা ১৫ দিন চেষ্টার পর গতকাল শুক্রবার রাতে তাকে উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে গ্রেপ্তার করা হয় অপহরণকারীকেও।

মধুপুর থানার একটি সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তির নাম আবদুল মান্নান। থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হাইয়ের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার রাতে অপহৃত কিশোরীকে উদ্ধার করে। পরে আজ শনিবার তাকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশের তথ্যমতে, মধুপুর থানা পুলিশ শুরু থেকেই অপহৃত কিশোরীকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু সুবকচনা গ্রামের হাতেম আলীর ছেলে আবদুল মান্নান (২১) ওই কিশোরীকে অপহরণের পর থেকেই বারবার স্থান পরিবর্তন করছিলেন। অপহরণে সহযোগিতাকারী ফরহাদ গ্রেপ্তার হওয়ার পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শ্রীপুর, বাঁশচরা ও জামালপুরে পৃথক অভিযান চালানো হয়। শেষে গতকাল শুক্রবার রাতে অভিযান চালানো হয় মধুপুর ও জামালপুর সদর উপজেলার সীমান্তবর্তী উপজেলার ফুলবাগচালা এলাকায়। এই অভিযানে পুলিশ মান্নানকে গ্রেপ্তার করে এবং অপহৃত কিশোরীকেও উদ্ধার করে।

মধুপুর থানার এসআই আবদুল হাই বলেন, আবদুল মান্নানকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ৩১ মার্চ মধুপুরের পীরগাছা থেকে এক কিশোরীকে অপহরণ করা হয়। পর দিন ১ এপ্রিল কিশোরীর বাবা থানায় অভিযোগ করেন। ৪ এপ্রিল অভিযোগটিকে নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করে কিশোরীকে উদ্ধারে অভিযান চালায় পুলিশ।

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার