হোম > অপরাধ > ঢাকা

শাহজালালে সাড়ে তিন কেজি স্বর্ণসহ বিমানকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক ও উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের এক নিরাপত্তা কর্মীর জ্যাকেট থেকে ২ কোটি ২৫ লাখ টাকা মূল্যের স্বর্ণের বার জব্দ করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বিকেল ৪টার দিকে ইব্রাহিম খলিল নামের ওই কর্মীকে আটক করা হয়। এ ঘটনায় সৌদি ফেরত কামাল উদ্দিন নামের এক যাত্রীকেও আটক করা হয়েছে। 

জানা যায়, সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশের বিজি-৪০৪০ ফ্লাইটে দেশে আসেন কামাল উদ্দীন (৩৮) নামের এক যাত্রী। বিকেল সাড়ে ৩টায় হযরত শাহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এই যাত্রী ৩ কেজি ৪৮০ গ্রাম ওজনের ৩০টি স্বর্ণের বার নিয়ে এসেছিলেন। চুক্তিতে এই স্বর্ণ বিমানবন্দর পার করে দিচ্ছিলেন কামাল উদ্দিন। 

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বিমানবন্দরের এপ্রন এরিয়ায় সন্দেহজন ঘোরাফেরা করতে দেখে বিমানের নিরাপত্তা কর্মী ইব্রাহিম খলিলকে আটক করা হয়। পরবর্তীতে তাঁকে এপিবিএন এর অফিসে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি তাঁর জ্যাকেটের ডান পকেটে থাকা একটি ব্যাগ থেকে ৩ কেজি ৪৮০ গ্রাম ওজনের ৩০টি স্বর্ণের বার বের করে দেন। পরে তাঁর দেওয়া তথ্যমতে সৌদি আরবের রিয়াদ থেকে বাংলাদেশ বিমানের বিজি-৪০৪০ ফ্লাইটে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বিমানবন্দরে আগত যাত্রী কামাল উদ্দিনকে ব্যাগেজ বেল্ট থেকে গ্রেপ্তার করা হয়।’ 

এপিবিএনের এই কর্মকর্তা বলেন, হযরত শাহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করার পরে ওই যাত্রীর কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করে ইব্রাহিম। নিরাপদে স্বর্ণগুলো পৌঁছাতে পারলে প্রতিটি বারের জন্য সাড়ে ছয় হাজার টাকা হিসেবে মোট ১ লাখ ৯৫ হাজার টাকা দেওয়ার চুক্তি হয়েছিল কামাল উদ্দিনের সঙ্গে। এই স্বর্ণ পার করে দেওয়ার উদ্দেশ্যে ডিউটি না থাকার পরও বিমানবন্দরে যান তিনি। এই চালানটি নিয়ে বিমানবন্দরের এপ্রন সাইড দিয়ে বের হয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। বোর্ডিং ব্রিজ এলাকায় যাত্রী কামাল তাঁকে স্বর্ণগুলো দেয় বলে জানান এপিবিএন’র কর্মকর্তা জিয়াউল হক। 

জিয়াউল হক পলাশ জানান, গ্রেপ্তার হওয়া বিমানের নিরাপত্তাকর্মী ইব্রাহিম খলিল বাড়ি নোয়াখালী এবং যাত্রী কামাল উদ্দিনের বাড়ি ফেনী জেলায়। দুজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি