হোম > অপরাধ > ঢাকা

ক্রিকেট নিয়ে দ্বন্দ্বে যুবককে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে রবিন (২০) নামে এক যুবক খুন হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় ফতুল্লার মুসলিমনগর এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত রবিন মুসলিমনগর এলাকার ইমাম হোসেন ভান্ডারির ছেলে। তিনি ফতুল্লার শাসনগাও এলাকায় বিসিক নগরীতে একটি খাবার হোটেলে কাজ করেন। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ‘সোমবার বিকেলে মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে অজ্ঞাত কয়েকজনের সঙ্গে রবিনের তর্ক হয়। এ নিয়ে অজ্ঞাত ওই যুবকরা রবিনকে পিটিয়ে আহত করে এবং তাঁর পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।’ 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাবিনা ইয়াসমিন জানান, ‘ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।’ 

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান বলেন, ‘যুবককে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রাথমিকভাবে আমরা ৪ জনকে আটক করেছি। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে। ঘাতকদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।’ 

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা