হোম > অপরাধ > ঢাকা

শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি: ঠিকানা পরিবহনের চালক ও সহকারী রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় ঠিকানা পরিবহনের চালক মো. রুবেল ও তাঁর সহকারী মো. মেহেদী হাসানকে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা এই রিমান্ড মঞ্জুর করেন। 

সোমবার বিকেলে সাত দিনের রিমান্ডের আবেদনসহ দুজনকে আদালতে পাঠায় চকবাজার থানা-পুলিশ। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে রোববার রাতে চকবাজার থানায় তাঁদের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী তরুণীর বাবা। তার আগে সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে রুবেল ও তাঁর সহকারী মেহেদীকে গ্রেপ্তার করে র‍্যাব। 

আগের দিন বদরুন্নেসা কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ঠিকানা পরিবহনের একটি বাসে উঠে অর্ধেক ভাড়া দেন। ভাড়া নিয়ে হেলপারের সঙ্গে তর্কবিতর্ক হয়। শিক্ষার্থী বাস থেকে নামার পরে সহকারী ও গাড়ি চালক শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেন। 

এ ঘটনার প্রতিবাদে রোববার আন্দোলনে নামে বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা। পরে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে তাঁরা আন্দোলন স্থগিত করেন। এরই মধ্যে গ্রেপ্তার করা হয় বাসের চালক ও সহকারীকে।

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ

সাংবাদিক আনিস আলমগীরকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ