হোম > অপরাধ > ঢাকা

পাকুন্দিয়ায় মাদ্রাসাছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নবম শ্রেণির মাদ্রাসাছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে রতন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন। 

গ্রেপ্তারকৃত রতন মিয়া জামালপুরের বকশীগঞ্জের দত্তেরচর দক্ষিণপাড়া গ্রামের মৃত দিলোয়ার হোসেনের ছেলে। তিনি পাকুন্দিয়া উপজেলার একটি গ্রামে বিয়ে করে ঘরজামাই থাকতেন। 

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, রতন মিয়া ১০-১২ বছর আগে উপজেলার এক মেয়েকে বিয়ে করে ঘরজামাই থাকতেন। সংসার জীবনে দুই সন্তানের জনক তিনি। গত ১৬ মার্চ শ্বশুরবাড়ির পাশের বাড়ির এক মাদ্রাসাছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যান রতন। 

এ ঘটনায় গতকাল সোমবার বিকেলে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে রতনকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন আইনে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর-১৫ / ৫২। একই দিন রাতেই পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সুখিয়া এলাকা থেকে রতন মিয়াকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। 

ওসি বলেন, মামলা করার পরপরই অভিযান চালিয়ে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটিমকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দির জন্য কিশোরগঞ্জে পাঠানো হয়েছে। 

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ