হোম > অপরাধ > ঢাকা

পাকুন্দিয়ায় মাদ্রাসাছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নবম শ্রেণির মাদ্রাসাছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে রতন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন। 

গ্রেপ্তারকৃত রতন মিয়া জামালপুরের বকশীগঞ্জের দত্তেরচর দক্ষিণপাড়া গ্রামের মৃত দিলোয়ার হোসেনের ছেলে। তিনি পাকুন্দিয়া উপজেলার একটি গ্রামে বিয়ে করে ঘরজামাই থাকতেন। 

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, রতন মিয়া ১০-১২ বছর আগে উপজেলার এক মেয়েকে বিয়ে করে ঘরজামাই থাকতেন। সংসার জীবনে দুই সন্তানের জনক তিনি। গত ১৬ মার্চ শ্বশুরবাড়ির পাশের বাড়ির এক মাদ্রাসাছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যান রতন। 

এ ঘটনায় গতকাল সোমবার বিকেলে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে রতনকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন আইনে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর-১৫ / ৫২। একই দিন রাতেই পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সুখিয়া এলাকা থেকে রতন মিয়াকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। 

ওসি বলেন, মামলা করার পরপরই অভিযান চালিয়ে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটিমকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দির জন্য কিশোরগঞ্জে পাঠানো হয়েছে। 

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক