রাজধানীর গুলিস্তান ওসমানী পার্ক এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মোবাইলসহ তিন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাঁদের কাছ থেকে চোরাই ও ছিনতাই করা ৭৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. আনোয়ার হোসেন (৪০), মো. জয়নাল (২৮) ও মো. তাজুল ইসলাম (৩৫)। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার বিকেলে এ তথ্য জানিয়েছেন র্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানী শাহবাগ থানার গুলিস্তান ওসমানী পার্ক এলাকায় অভিযান চালিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে চোরাই ও ছিনতাই করা মোবাইল ফোন সংগ্রহ করে মজুত ও কেনাবেচার অভিযোগে তিন মোবাইল চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।