হোম > অপরাধ > ঢাকা

ছিনতাই হওয়া ৭৩ মোবাইল ফোনসহ গুলিস্তান থেকে তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলিস্তান ওসমানী পার্ক এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মোবাইলসহ তিন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তাঁদের কাছ থেকে চোরাই ও ছিনতাই করা ৭৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন মো. আনোয়ার হোসেন (৪০), মো. জয়নাল (২৮) ও মো. তাজুল ইসলাম (৩৫)। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার বিকেলে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানী শাহবাগ থানার গুলিস্তান ওসমানী পার্ক এলাকায় অভিযান চালিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে চোরাই ও ছিনতাই করা মোবাইল ফোন সংগ্রহ করে মজুত ও কেনাবেচার অভিযোগে তিন মোবাইল চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা র‍্যাবকে জানিয়েছেন, তাঁরা মোবাইল চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে চোরাই ও ছিনতাই করা মোবাইল ফোন সংগ্রহ করে শাহবাগসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই র‍্যাব কর্মকর্তা। 

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না