হোম > অপরাধ > ঢাকা

ছিনতাই হওয়া চলন্ত বাসে সংঘবদ্ধ ধর্ষণের আলামত মিলেছে

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ছিনতাই হওয়া চলন্ত বাসে ধর্ষণের শিকার নারী যাত্রীর ডাক্তারি পরীক্ষা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে সম্পন্ন হয়েছে। মেডিকেল বোর্ডের প্রধান ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান ডা. রেহেনা পারভীন এই পরীক্ষা সম্পন্ন করেছেন। ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে ডা. রেহেনা পারভীন জানিয়েছেন।

এদিকে আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে ডাক্তারি পরীক্ষা শেষে ওই নারীকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। সেখানে একজন মহিলা বিচারকের তত্ত্বাবধানে ২২ ধারায় ওই নারীর জবানবন্দি নেওয়া হবে। 

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন বিপিএম জানান, যাত্রীদের হাত, মুখ, চোখ বেঁধে এবং চালক-সহকারীদের পিটিয়ে আহত করে বাসের নিয়ন্ত্রণ নেয় ডাকাতেরা। তখন চালকের আসনে বসে গাড়ি চালিয়েছেন গ্রেপ্তারকৃত রাজা মিয়া। তাঁর কাছ থেকে লুণ্ঠিত তিনটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। গাড়ি থেকে দুটি ছুরি, একটি কাঁচিও আলামত হিসেবে জব্দ করা হয়েছে। ডাকাতি ও ধর্ষণের ঘটনার কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। 

গ্রেপ্তার রাজা মিয়াকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন ওসি মাজহারুল আমিন। 

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ

চকবাজার থেকে নবজাতকের লাশ উদ্ধার

হাদি হত্যা মামলা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির ফের ৫ দিনের রিমান্ডে