হোম > অপরাধ > ঢাকা

রাসায়নিক ব্যবসার আড়ালে আমদানি করা ৬ কোটি টাকার বিদেশি মদ উদ্ধার

রাজধানীর ডেমরায় একটি রাসায়নিক কারখানায় অভিযান চালিয়ে ৮ হাজার ৬০০ লিটার অবৈধ মদ জব্দ করেছে র‍্যাব–১০। যার আনুমানিক মূল্য ৬ কোটি ২ লাখ টাকা। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়।

আজ রোববার বিকেলে ডেমরার আমুলিয়া মডেল টাউনে ব্রিফিংয়ে র‍্যাব–১০–এর অধিনায়ক মো. ফরিদ উদ্দিন এ তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সন্ধ্যায় আমুলিয়া মডেল টাউন এলাকার একটি রাসায়নিক কারখানায় অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঢাকার বংশালের হাজী ওসমান গণি রোডের মৃত নূর ইসলামের ছেলে মো. দ্বীন ইসলাম (৪৮), তাঁর প্রধান সহযোগী উত্তরায় বসবাসরত ও টাঙ্গাইলের মির্জাপুর থানার দরিবহর গ্রামের মৃত ওয়াজেদ আলী আহম্মদের ছেলে মো. আনিসুর রহমান রিপন (৫১), ঢাকার গেন্ডারিয়া থানার ১ /সি বেগমগঞ্জ লেন এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে আব্দুল হাদী (২০)।

র‍্যাব–১০–এর অধিনায়ক মো. ফরিদ উদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দ্বীন ইসলাম চীন থেকে পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড নামক পানি পরিশোধনের রাসায়নিক আমদানি করে ডেমরার গোডাউনে মজুত রাখতেন। পরে সেগুলো রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। ওই ব্যবসার আড়ালে ৪–৫ সহযোগীকে নিয়ে একটি মাদক ব্যবসার সিন্ডিকেট গড়ে তোলেন। দ্বীন ইসলাম চীনসহ বিভিন্ন দেশ থেকে ওই রাসায়নিকের জারিকেনে (পাত্র) করে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদ এনে একই গোডাউনে মজুত করতেন।

র‍্যাবের এ কর্মকর্তা আরও বলেন, প্রতিটি জারিকেনে ২৫ লিটার করে বিদেশি মদ থাকে এবং প্রতিটি জারিকেন ১ লাখ ৭৫ হাজার টাকায় বিক্রি করা হতো। চক্রটি রাসায়নিক ব্যবসার আড়ালে প্রায় দেড় বছর ধরে এই মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

দ্বীন ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় অর্থ জালিয়াতিসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান ফরিদ উদ্দিন।

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৫

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন