হোম > অপরাধ > ঢাকা

১০১ কোটি টাকা পাচার: এহসান গ্রুপের চেয়ারম্যানের জামিন মেলেনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গ্রাহকদের কাছ থেকে সংগ্রহ করা ১০১ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে করা মামলায় এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব আহসানকে জামিন দেননি হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ তাঁর পৃথক তিনটি আবেদন কার্যতালিকা থেকে বাদ দেন। 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া বলেন, একটি মামলা শুনানি হয়েছে। যেখানে ১০১ কোটি ৪৫ লাখ টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। হাইকোর্ট এ মামলায় তাঁর জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন। তবে তাঁর আরও পৃথক দুটি মামলায় জামিন আবেদন ছিল। সেগুলোও কার্যতালিকা থেকে বাদ দিয়ে দিয়েছেন আদালত। 

অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব আহসান ও তাঁর সহযোগী আবুল বাশারকে গ্রেপ্তার করে র‍্যাব। ওই সময় র‍্যাব দাবি করেছিল, এহসান গ্রুপ গ্রাহকদের কাছ থেকে প্রতারণা ও জালিয়াতি করে ১৭ হাজার কোটি টাকা নিয়েছে। 

গ্রাহকদের অভিযোগ এহসান গ্রুপ বিভিন্ন মেয়াদে আমানত সংগ্রহ করত। বাড়তি মুনাফার আশায় সাধারণ মানুষ টাকা জমা রাখে। শুরুতে কয়েক মাস গ্রাহকদের মুনাফা বাবদ টাকা দিলেও পরে আর কোনো টাকাই দেয়নি এহসান গ্রুপ। গ্রাহকদের আকৃষ্ট করতে বিভিন্ন ওয়াজ মাহফিলের নামে চলত এহসান গ্রুপের প্রচার-প্রচারণা। আর তাতে অংশ নিয়ে সাধারণ মানুষকে এহসান গ্রুপে বিনিয়োগ করতে প্ররোচনা দেন বিতর্কিত বক্তা হাফিজুর রহমান সিদ্দিকী ওরফে কুয়াকাটা হুজুর ওরফে হেলিকপ্টার হুজুর।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ