হোম > অপরাধ > ঢাকা

বিউটিশিয়ানকে ধর্ষণ: ডাক্তারি পরীক্ষায় অন্তঃসত্ত্বার প্রমাণ মেলেনি

ঢামেক প্রতিবেদক, ঢাকা

রাজধানীর শুক্রাবাদে দলবদ্ধ ধর্ষণের শিকার সেই বিউটিশিয়ান নারীর অন্তঃসত্ত্বা হওয়ার প্রমাণ পাওয়া যায়নি। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ওই নারীর আল্ট্রাসনোগ্রাম পরীক্ষায় ভ্রূণের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢামেক ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) প্রধান সমন্বয়ক ডা. বিলকিস বেগম। যদিও ওই নারী পুলিশকে জানিয়েছিলেন, তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

আজ শনিবার দুপুরে ডা. বিলকিস বেগম ওই বিউটিশিয়ান অন্তঃসত্ত্বা না হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

ডা. বিলকিস বলেন, ‘আল্ট্রাসনোগ্রামের রিপোর্টে দেখা গেছে ওই নারী অন্তঃসত্ত্বা নন। আমাদের এখানে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে নিয়ম অনুযায়ী আমরা তাঁর বেশ কয়েকটি পরীক্ষা করি। এর পাশাপাশি আল্ট্রাসনোগ্রাম করার পরে দেখা যায় তাঁর পেটে কোনো সন্তান নেই। ওই নারী এক মাসের অন্তঃসত্ত্বা হলেও পরীক্ষার রিপোর্টে সেটি আসত। কিন্তু সেরকম কিছুই পাওয়া যায়নি। আজকে তাঁকে ওসিসি থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।’

এ বিষয়ে শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, ‘ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী নারীর জবানবন্দি নেওয়া হয়েছে। তবে হাসপাতালের পরীক্ষায় তিনি অন্তঃসত্ত্বা নন বলে প্রমাণিত হয়েছে।’

ফোনে অর্ডার পেয়ে গত ১১ অক্টোবর রাতে ফেসিয়াল সেবা দিতে এসে গণধর্ষণের শিকার হন ওই বিউটিশিয়ান। পরের দিন তিনি ধানমন্ডি থানায় অভিযোগ দিলে তাঁকে হাসপাতালে ভর্তি করে পুলিশ। এই ঘটনায় শেরে বাংলা নগর থানায় মামলা হলে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

হাদির মস্তিষ্ক ছাড়া সব অঙ্গ সক্রিয়, স্থিতিশীল হওয়ার অপেক্ষা: ইনকিলাব মঞ্চ

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল

রাজধানীর লালবাগে প্লাস্টিক গুদামে আগুন নিয়ন্ত্রণে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলটির প্রকৃত মালিক কে

নিরাপত্তা শঙ্কা : বেলা ২টায় যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

হত্যা মামলায় সুব্রত বাইনের মেয়ে কারাগারে

মির্জাপুরে যুবলীগ নেতা ফেরদৌস গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীতে তরুণকে ছুরিকাঘাতে হত্যা