হোম > অপরাধ > ঢাকা

বিজিবির নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) পরিচালিত নিয়োগ পরীক্ষা চলার সময় এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি সারওয়ার মণ্ডল সজীব নামের এক পরীক্ষার্থীর হয়ে কেন্দ্রে আসেন। তাঁর নাম মোহাম্মদ মিজানুর রহমান। 

আজ বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। 

তিনি জানান, অন্যের হয়ে পরীক্ষা দিতে আসা মিজানুর রহমান নামের একজনকে আটক করা হয়। আটক মিজানুর রহমান ঠাকুরগাঁও সদর উপজেলার সিন্দুরনা গ্রামের খলিফার রহমানের ছেলে। 

মিজান বিজিবি কর্মকর্তাদের জানিয়েছেন, বিভিন্ন বাহিনীতে লোক নিয়োগের নামে প্রতারণার সঙ্গে জড়িত দালাল চক্রের সদস্য আসাদুজ্জামান ও ফজলুল তাঁকে তিস্তা ব্যাটালিয়নে নিয়ে আসে। এর মধ্যে আসাদুজ্জামান দালাল চক্রের প্রধান। আসাদুজ্জামান এবং ফজলুল দুজনেই ঠাকুরগাঁও শহরের হাজীপাড়ায় বসবাস করেন। 

মাস্টার্স পাস করে এখনো বেকার আছেন মিজান। তিনি আরও জানিয়েছেন, বর্তমানে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়াতে একটি মেসে থাকেন। সেখানে বসে বিপিএড পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ওই মেসের পাশেই বাসা নিয়ে থাকেন দালাল চক্রের সদস্য ফজলুল। মিজানুর রহমানের উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি। এ কারণে দালাল চক্রের সক্রিয় সদস্য ফজলুল তাঁকে প্রকৃত প্রার্থী সারওয়ার মণ্ডল সজীবের হয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসেন। দালাল চক্র তাঁর সঙ্গে ৫০ হাজার টাকার চুক্তি করে এবং অগ্রিম ৫ হাজার টাকা দেয়। এ সময় মুন্না, সজীব ও রাশেদ নামে আরও কয়েকজন ভুয়া প্রার্থী ছিলেন। সরওয়ার মণ্ডল সজীবের হয়ে শুধু মিজানুর রহমান পরীক্ষা দেওয়ার জন্য ভেতরে প্রবেশ করেন। 

শরিফুল ইসলাম আরও জানান, বিজিবির হাতে আটক মিজানুর রহমানকে পুলিশে সোপর্দ করা হয়েছে। ভুয়া প্রার্থী ও দালালচক্রের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মামলা দায়ের করা হয়েছে। এর আগেও গত ১৮ জুলাই সাতক্ষীরায় বিজিবির ৩৩ ব্যাটালিয়নের নিয়োগ পরীক্ষা চলার সময়ে বিজিবিতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যসহ দুই প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন