নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্ব শত্রুতার জেরে মো. ইমন মিয়া (২১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পশ্চিম দেওভোগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইমন মিয়া পশ্চিম দেওভোগ এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি হোসিয়ারি কারখানার শ্রমিক। নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, পশ্চিম দেওভোগ এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতা নিয়ে সকালে নিহতের ছোট ভাইয়ের সঙ্গে মারামারি ঘটনা ঘটে। এর জের ধরে রাতে ইমন মিয়াকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইমন মিয়াকে মৃত ঘোষণা করেন।
ওসি রকিবুজ্জামান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনালের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের বুকে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।