হোম > অপরাধ > ঢাকা

কিশোরগঞ্জে চিকিৎসককে অপহরণের অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে মির্জা কাউসার (২৮) নামে এক চিকিৎসককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে খড়মপট্টি এলাকার সমবায় মার্কেটের দ্বিতীয় তলায় মেডিক্স কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে।

মির্জা কাউসার প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মাকোলজি বিভাগের প্রভাষক এবং জেলার বাজিতপুর উপজেলার উজানচর এলাকার আব্দুল হেকিমের ছেলে।

মির্জা কাউসারের বাবা আবদুল হাকিম আজকের পত্রিকাকে বলেন, ‘কাউসারের সঙ্গে কারও শত্রুতা বা ঝামেলা নেই। র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পে অভিযোগ দিয়ে এসেছি, এখন থানায় অভিযোগ দায়ের করব।’

জানা গেছে, সহকর্মী ডা. সুমন মিয়ার সামনেই শনিবার সন্ধ্যা ৭টার দিকে কালো রঙের একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয় ডা. মির্জা কাউসারকে।

ডা. সুমন আজকের পত্রিকাকে বলেন, ‘মাইক্রোতে থাকা পাঁচজন প্রথমে মেডিক্স কোচিং সেন্টারে এসে জানতে চায় কোচিংয়ের পরিচালক কে? পরে অফিসরুমে ঢুকে কাউসারের সঙ্গে কিছুক্ষণ কথা বলেই তাঁকে নিয়ে নিচে নেমে যায়। তখন আমি পাশের কক্ষে ছিলাম। বের হয়ে আমিও নিচে যাই। এ সময় গাড়িতে আরও দুজন বসে ছিল। তখন তাদের একজন ওপরে যাওয়া একজনকে জিজ্ঞেস করে, এটাই কাউসার কি না। পরে হ্যাঁ সূচক উত্তর পেয়েই কাউসারকে মাইক্রোতে তুলে নেওয়া হয়। এ সময় গাড়ির ভেতর থেকে কাউসার আমাকে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষকে ফোন দিতে বলার সঙ্গে সঙ্গে গাড়িতে থাকা একজন নেমে আমার ফোন কেড়ে নেয়।’

ফোনটি কেড়ে নেওয়ার পর রোববার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত সেটি অন ছিল বলে জানান ডা. সুমন।

মেডিক্স কোচিং সেন্টারের অফিস সহকারী মানিক বলেন, ‘অফিসের নিচে দুটি মাইক্রোবাস ছিল। একটি কালো, আরেকটি সিলভার রঙের। পরে আমি গাড়ি দুটির পিছু নিই একটি মোটরসাইকেল নিয়ে। জেলখানা মোড় ও বেইলি ব্রিজের মাঝামাঝি অন্ধকারের মধ্যে দেখতে পাই একটা লোক গাড়ি থেকে নেমে মোটরসাইকেলে করে বড়পুলের দিকে যাচ্ছে। দুটি গাড়িই বিন্নাটি দিয়ে পাকুন্দিয়ার দিকে যায়। পরে আর গাড়ি দুটি দেখতে পাইনি।’

সমবায় মার্কেটের ফকির স্টোরের মালিক জীবন ও হাবিবা ডিপার্টমেন্টাল স্টোরের মালিক হাবিব বলেন, ‘কোনো ধরনের চিৎকার-চেঁচামেচি শুনতে পাইনি। এমন কোনো ঘটনা ঘটেছে তা জানতে পারিনি। তবে এক মহিলার কান্না শুনে ঘটনা জানতে পারি।’

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, ‘আমরা ঘটনাটি জেনেছি। আমরা এ বিষয়ে তৎপর। খুব শিগগির এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৮