হোম > অপরাধ > ঢাকা

শরীয়তপুরের স্বেচ্ছাসেবক লীগের নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের নড়িয়ায় পৌরসভার স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক মামুন খানকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ বুধবার রাত সাড়ে ৭টার দিকে নড়িয়া বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত মামুন নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া গ্রামের আবুল ছালাম খানের ছেলে। পরিবারের দাবি, ‘এলাকায় মাদক নিয়ে প্রতিবাদ করায় মামুনকে হত্যা করেছে সন্ত্রাসীরা।’

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, সন্ধ্যায় নড়িয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে হাতুড়ি, রড, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে মামুনের ওপর হামলা করে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা হাতুড়ি ও রড দিয়ে মামুনের মাথায় এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা শরীয়তপুর সদর হাসপাতালে পাঠান। শরীয়তপুর সদর হাসপাতালে আনা হলে রাত ৯টার দিকে মামুনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। 

নিহত মামুনের স্ত্রী তানিয়া আক্তার হাসপাতালের সামনে আহাজারি আর কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সন্ত্রাসীগো বিরুদ্ধে মাদক বিক্রিসহ অন্যায়ের প্রতিবাদ করায় মাইরা হালাইল। আমার ১০ বছরের ছেলে আর ৯ মাসের মেয়েকে নিয়ে কই যাইমু। আমি অগো ফাঁসি চাই।’

নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘হাতুড়ি দিয়ে পিটিয়ে মামুন খানকে হত্যা করা হয়েছে। পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মামলার প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে মাঠে নেমেছে পুলিশ।’

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন