হোম > অপরাধ > ঢাকা

লালবাগে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

ঢামেক প্রতিনিধি

রাজধানীর লালবাগের একটি বাসায় জ্যোতি ঘোষ (২৩) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে জানিয়েছে স্বজনেরা। তিনি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন বলে জানা গেছে। 

আজ রোববার বিকেল ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

জ্যোতির বড় বোন মিতা ঘোষ জানান, তাঁদের বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার শুক্তগ্রাম। বর্তমানে লালবাগ আব্দুল আজিজ লেনের ৯ তলা বাড়ির ৫ তলায় আমি ও আমার বোন জ্যোতিসহ চারজন মেস করে থাকি। 

মিতা আজকের পত্রিকাকে বলেন, ‘আজ ঘটনার সময় জ্যোতি একাই বাসায় ছিল। বিকেল ৩টার দিকে রুমমেট শ্রাবণী ফোন দিয়ে জানায় জ্যোতি রুমের দরজা খুলছে না। পরে বাসায় এসে আমি অনেক ডাকাডাকি করলেও দরজা খোলেনি। এ সময় দরজা ভেঙে দেখি জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে জ্যোতি। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ 

ঢামেক হাসপাতাল পুলিশ ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, লালবাগ এলাকায় একটি বাসায় গলায় ফাঁস দিয়েছে ওই শিক্ষার্থী। স্বজনেরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ