হোম > অপরাধ > ঢাকা

বিছানায় নারীর লাশ, ‘মেঝের ওপর পড়ে থাকা বোতামের’ সূত্র ধরে ভাই আটক

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের বিরুলিয়ায় এক নারীকে হত্যার অভিযোগে তাঁর ভাই আটক হয়েছে। 

পুলিশ দাবি করছে, হনুফা বেগম নামে ওই নারীর লাশ পড়েছিল বিছানায়, পাশেই মেঝেতে ছিল একটি বোতাম। ওই বেতামের সূত্র ধরেই ‘২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন’ করা হয়েছে।

নিহত হনুফা বেগম সাভারের বিরুলিয়া বাগ্নীবাড়ি এলাকার বাসিন্দা। গ্রেপ্তার মোহাম্মদ আলী (৪২) তাঁর ছোট ভাই। ফকিরবাড়ি এলাকার পটু ফকিরের ছেলে তিনি। 

আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে বিরুলিয়ায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় বলে সাভার মডেল থানার উপরিদর্শক (এসআই) মো. দিদার হোসেন জানান।

দিদার আজকের পত্রিকাকে বলেন, ‘পূর্বশত্রুতার জেরে হনুফার ছোট ভাই মোহাম্মদ আলী বালিশ চাপা দিয়ে শ্বাস রোধ করে হত্যা করেছেন। মেঝেতে পড়ে থাকা বোতাম থেকেই আসামিকে শনাক্ত করা হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মোহাম্মদ আলী সব স্বীকার করেন। আগামীকাল তাঁকে আদালতে পাঠানো হবে।’

নিহতের স্বামীর বরাত দিয়ে এসআই দিদার আরও বলেন, গতকাল বুধবার রাতে মসজিদে তারাবিহ নামাজ পড়া শেষে বাড়ি ফিরে বিছানার ওপর স্ত্রী হনুফার মরদেহ দেখতে পেয়ে আশপাশে লোকজনকে খবর দেন। তবে ঘরে কোনো জিনিসপত্র খোয়া যায়নি। হনুফা বেগমের এক পায়ে সমস্যা ছিল। তিনি ঠিকমতো হাঁটতে পারতেন না। 

রাত ১১টার দিকে বিরুলিয়ায় নিজের বাড়ি থেকে হনুফা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন হানুফার স্বামী।

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

জুলাই অভ্যুত্থানের বিপক্ষ শক্তিই গণভোট নিয়ে প্রশ্ন তুলতে পারে: উপদেষ্টা আদিলুর

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার