রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীর ক্যানাল ঘাট এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। আজ রোববার (১৩ নভেম্বর) বেলা ১২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, রোববার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ক্যানাল ঘাট এলাকায় মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন তাঁরা। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর। তাঁর গায়ের রং কালো। খাটো আকৃতির, লোকটির পুরো শরীর বিবস্ত্র ছিল। মুখমণ্ডল হালকা ফোলা ও রক্তাক্ত। বাম চোখের ওপর জখমের চিহ্ন দেখা যায়। যুবকের দুই হাতের আঙুলে অনেক গুলো আংটি পরা ছিল। তবে স্থানীয়রা কেউ মরদেহ চিনতে পারেননি।
ঘটনাস্থলে আলাপকালে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. রহমান মন্ডল বলেন, ‘মরদেহটি ক্যানাল ঘাটের মৃতপ্রায় পদ্মা নদীতে ভাসতে দেখেছি। আমি এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন জন্য প্রশাসনের নিকট অনুরোধ জানাচ্ছি।’