হোম > অপরাধ > ঢাকা

আইজিপির নাম ভাঙিয়ে যুবকের প্রতারণা, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পড়াশোনা করেছেন কম্পিউটার সায়েন্স নিয়ে। চাকরি করেছেন একটি বেসরকারি ব্যাংকে। হঠাৎ চাকরি চলে যাওয়ায় বেকার হয়ে পড়েন কক্সবাজারের যুবক নুর মোহাম্মাদ। এরপর নতুন উপার্জনের পথ হিসেবে বেছে নেন প্রতারণা। একপর্যায়ে পুলিশ মহাপরিদর্শকের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণা শুরু করেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি তাঁর। গতকাল রাজধানীর জিগাতলা থেকে ওই যুবককে গ্রেপ্তার করেছে সিআইডি। 

আজ মঙ্গলবার সকালে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন। 

ইমাম হোসেন জানান, একটি বেসরকারি ব্যাংক থেকে চাকরি যাওয়ার পর অভিযুক্ত নুর মোহাম্মাদ বেকার হয়ে পড়েন। পরে তিনি পরিকল্পনা করে আইজিপির নাম ও ছবি ব্যবহার করে জিমেইল, ট্রু–কলার ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলেন। পরে সেই নম্বর দিয়ে দুটি বেসরকারি ব্যাংকে ফোন করেন। এক ব্যাংকে টাকা দাবি করলেও অন্য একটি ব্যাংকে একজনের নামে চাকরি চান। যদি না দেয় 'পরিস্থিতি খারাপ' হবে বলে হুমকিও দেন। 

অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন বলেন, গত ২৬ আগস্ট পুলিশ সদর দপ্তর থেকে বিষয়টি জানানো হয়। পরে আমরা খোঁজ নিয়ে দেখি, সে ম্যারিজ ডট কমের একটি প্রতিষ্ঠানে কাজ করেন। ওই প্রতিষ্ঠানের যারা আসত তাঁদের ফোন নম্বর সংগ্রহ করে ফোন দেন। তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা করা হবে বলে জানান এই কর্মকর্তা। 

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯