হোম > অপরাধ > ঢাকা

প্যান্টের ভেতরে লুকিয়ে তরল স্বর্ণ পাচারের চেষ্টা 

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

শর্ট প্যান্টের ভেতরে কৌশলে লুকিয়ে পাচারের চেষ্টাকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর কাছ থেকে প্রায় দেড় কোটি টাকার তরল স্বর্ণ জব্দ করা হয়েছে। দুবাই থেকে আগত ওই যাত্রীরা হলেন আলী আকবর, রফিকুল ইসলাম ও মো. রুবেল।

বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে গতকাল শনিবার রাতে এসব স্বর্ণ জব্দ করেন ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিমের কর্মকর্তারা। ওই যাত্রীরা দুবাই থেকে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকা বিমানবন্দরে অবতরণ করেন।

এ বিষয়ে রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘দুবাই থেকে আসা তিন যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করে রেড চ্যানেল দিয়ে প্রবেশকালে তাঁদের কাছে দুটি করে স্বর্ণের বার ও ৯৮ গ্রাম স্বর্ণালংকার ছাড়া শুল্কযুক্ত পণ্য নেই বলে জানান। পরে তাঁদের আর্চওয়েতে নেওয়া হলে ধাতব পদার্থের সংকেত পাওয়া যায়। এরপর শরীর তল্লাশি করে পরিহিত শর্ট প্যান্টের মধ্যে অভিনব কায়দায় আটকানো অবস্থায় পেস্ট বা তরল স্বর্ণ পাওয়া যায়। পরে আগমনী হলের ব্যাগেজ কাউন্টারে নিয়ে স্বর্ণকারের সহায়তায় তাদের কাছ থেকে ৪৬৪ গ্রাম করে পেস্ট আকারের স্বর্ণ পাওয়া যায়।’

এ ছাড়া আলী আকবর, রফিকুল ইসলাম ও মো. রুবেলের কাছ থেকে ২৩২ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার, ৯৮ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়। জব্দকৃত এসব স্বর্ণের বাজারমূল্য প্রায় ১ কোটি ৪৫ লাখ টাকা।

রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম আরও বলেন, ‘এ ঘটনায় বিমানবন্দর থানায় শুল্ক আইনে মামলা করা হয়েছে।’ 

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন