হোম > অপরাধ > ঢাকা

মাজার এলাকা থেকে হেরোইনসহ কারবারি গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর শাহবাগ থানার জরিপ শাহ্‌র মাজার এলাকা থেকে হেরোইনসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. শাহানুর ইসলাম।

কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) তৌহিদুল ইসলাম আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল সোমবার বিকেলে শাহানুরকে গ্রেপ্তার করা হয়। 
 
এডিসি তৌহিদুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিটিটিসি জানতে পারে রাজশাহীর গোদাগাড়ী থেকে একটি হেরোইনের চালান রাজধানীতে আসছে। এমন তথ্যের ভিত্তিতে শাহবাগ থানার শেখ হাসিনা বার্ন ইউনিটের পূর্ব গেটের জরিপ শাহ্ মাজার এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ মাদক কারবারি শাহানুর ইসলামকে আটক করা হয়। 

এডিসি তৌহিদুল ইসলাম আরও জানান, এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেছিল শাহানুর। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে দুই প্যাকেট হেরোইন পাওয়া যায়, যার পরিমাণ প্রায় ২২০ গ্রাম। 

গ্রেপ্তার ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সিটিটিসি’র অতিরিক্ত উপকমিশনার বলেন, শাহানুর ইসলাম দীর্ঘদিন দেশের সীমান্তবর্তী জেলা রাজশাহীর গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে হেরোইন সংগ্রহ করে রাজধানী, নারায়ণগঞ্জ, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি