হোম > অপরাধ > ঢাকা

ফ্ল্যাট ভাড়া করে ইয়াবা ব্যবসার অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্রী কারাগারে

নিজস্ব প্রতিবেদক ঢাকা

ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আয়েশা সিদ্দীক রুমা। কক্সবাজারের টেকনাফে তাঁর বাড়ি। আদাবর এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন। সেখান থেকে ২ হাজার ৯০০ টি ইয়াবাসহ তাঁকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। 

গত শনিবার বিকেলে বদাবরের শেখেরটেক এলাকা থেকে রুমাকে গ্রেপ্তার করে র‍্যাবের একটি টহল দল। তাঁর কাছ থেকে ২ হাজার ৯০০ টি ইয়াবা জব্দ করা হয়। গতকাল রোববার রুমাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক এশারত আলী আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

আদাবর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার এজাহার ও পুলিশ প্রতিবেদনে জানা গেছে, রুমা দীর্ঘদিন ধরে ফ্ল্যাট ভাড়া নিয়ে পড়াশোনার আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। পরিবারের সদস্যদের নিয়ে গড়ে উঠেছিল তাঁর মাদক কারবারের চক্র। 

মামলার এজাহারে বলা হয়, রুমা ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষের পদার্থবিজ্ঞানের ছাত্রী। তিনি এবং তাঁর পরিবার মিলে দীর্ঘদিন ধরে বিভিন্ন পথে ঢাকায় ইয়াবা নিয়ে এসে পড়ালেখার আড়ালে ব্যবসা করতেন। তাঁর বাড়ি কক্সবাজারের টেকনাফ এলাকায় হওয়ায় স্বল্পমূল্যে ইয়াবা কিনে তা রাজধানীতে বিক্রি করতেন। তিনি সংঘবদ্ধ মাদকচক্রের ডিলার হিসেবেও কাজ করতেন। 

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯