জামালপুরে হিজড়াদের একটি ঘরোয়া অনুষ্ঠানে প্রতিপক্ষের হামলায় নিহত হন মীর হারুন ওরফে পিংকি (৩৫)। এরপর মরদেহ গোপনে দাফন করা হয়। ঘটনার ১০ বছর পর রাজধানীর তুরাগে কবর থেকে তোলা হলো তাঁর মরদেহ।
তুরাগের রাজাবাড়ী কবরস্থান থেকে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে মরদেহ উত্তোলনের কাজ শুরু হয়। দুপুর দেড়টার দিকে মরদেহের অংশবিশেষ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।
এ সময় জামালপুর জেলা জজের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার ভূমি) কাউছার হামিদ, জামালপুরের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এসআই এবং মামলার তদন্ত কর্মকর্তা মহির উদ্দিন খান উপস্থিত ছিলেন। এতে তুরাগ থানার পুলিশের এসআই আবুল খায়েরের নেতৃত্বে একটি টিম সহযোগিতা করে।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এসআই মহির উদ্দিন খান বলেন, ‘আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তৃতীয় লিঙ্গের পিংকি হিজড়ার মরদেহ উত্তোলন করা হয়েছে। মরদেহের অংশবিশেষের ডিএনএ সংগ্রহ করে সিআইডি ল্যাবে পরীক্ষা করা হবে। পরে রিপোর্ট আদালতে জমা দেওয়া হবে।’
২০১২ সালে ৮ মার্চ রাতে তুরাগের রাজাবাড়ী পুকুরপাড়ে পিংকির মরদেহ পাওয়া যায় বলে প্রচার করা হয়। এরপর রাজাবাড়ী এলাকার ওই কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। এ ঘটনায় পিংকি হিজড়ার বোন শাহনাজ বেগম জামালপুর জেলা জজ আদালতে গত ৩০ মে বাদী হয়ে হত্যার অভিযোগে এনে মামলা করেন। মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দেন আদালত।
এ বিষয়ে হিজড়া সম্প্রদায়ের গুরু ও মামলার ১ নম্বর আসামি আপন আক্তার ওরফে সোহেল ওরফে আপন হিজড়ার স্বামী আব্বাস উদ্দিন আশিক আজকের পত্রিকাকে বলেন, ‘পিংকি হিজড়া তুরাগের রাজাবাড়ী পুকুরপাড় এলাকায় মারা গেছে। তখন এ বিষয়ে আমি কিছুই জানতাম না। তখন আপনের সঙ্গে আমার সম্পর্ক ছিল না। তার দেড় বছর পর আপনের সঙ্গে আমার সম্পর্ক হইছে। আমি আসার পর জানলাম কচি হিজড়া ওরে শরবতের লগে বিষ খাওয়াইয়া মারছে।’