হোম > অপরাধ > ঢাকা

নিজের আসনে চাঁদাবাজি ও কিশোর গ্যাং ঠেকাতে প্রশাসনের সহযোগিতা চান এমপি খসরু চৌধুরী

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

ঢাকা-১৮ আসনে নীরবে চাঁদাবাজি চলছে। সরকারি জমি দখল করা হয়েছে। পাড়া-মহল্লায় আতঙ্কের নাম কিশোর গ্যাং। এসব রোধে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন এই আসনের সংসদ সদস্য মো. খসরু চৌধুরী। 

উত্তরা-৪ নম্বর সেক্টরে আজ শুক্রবার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন এবং প্রশাসনের সহযোগিতা চান স্থানীয় এমপি।

চাঁদাবাজি প্রসঙ্গে খসরু চৌধুরী বলেন, ‘উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, তুরাগসহ আমার সংসদীয় আসনের বিভিন্ন স্থানে চলছে নীরব চাঁদাবাজি। ফুটপাত দখল করে দোকান বা ভ্যান বসিয়ে অনেকে চাঁদা তুলছেন। আবার কেউ ব্যস্ত রিকশা বা অটো থেকে চাঁদা তুলতে। আমি স্পষ্টভাবে বলতে চাই, এসব চাঁদাবাজি বন্ধ করতে হবে।’ 

খসরু চৌধুরী বলেন, ‘চাঁদাবাজরা যে দলেরই হোক, তাদের প্রতিহত করতে হবে। এরই মধ্যে আমি এসব চাঁদাবাজি বন্ধের উদ্যোগ নিয়েছি। তবে পুরোপুরিভাবে এসব চাঁদাবাজি বন্ধে আমি কাউন্সিলর এবং প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’ 

দখলদার প্রসঙ্গে খসরু চৌধুরী বলেন, ‘একই সঙ্গে এই এলাকায় রেললাইনের পাশের সরকারি জমিতে কিংবা রাজউকের অনেক জায়গায় অবৈধ মার্কেট বা স্থাপনা করে দখল করে রেখেছে স্বার্থান্বেষী মহল। দ্রুত অভিযান পরিচালনা করে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা জরুরি। এ বিষয়ে আমি রাজউক এবং সিটি করপোরেশনের সহযোগিতা ও দৃশ্যমান পদক্ষেপের দাবি জানাচ্ছি।’ 

কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ে এই সংসদ সদস্য বলেন, ‘ঢাকা-১৮ আসনের বিভিন্ন পাড়া-মহল্লায় নতুন আতঙ্কের নাম কিশোর গ্যাং। কিছু গডফাদার এবং অসাধু চক্র এদের মাদক বিক্রিসহ নিজেদের নানা স্বার্থে ব্যবহার করছে। কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ সাধারণ জনগণ। তাই এদের প্রতিহত করতে হবে। এ জন্য মাদক, সন্ত্রাস এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে প্রশাসনকে আরও জোরালো ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। বিশেষ করে এদের মদদদাতাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানাচ্ছি।’ 

রমজানে ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে এমপি খসরু বলেন, ‘আমার আসনে রমজান মাসে কোনো মার্কেট বা বাজারে কারসাজি করে কোনো নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো যাবে না। কেউ কোনো পণ্য অতিরিক্ত মজুত করে, কিংবা বাজারে কৃত্রিম সংকট তৈরি করে কেউ কারসাজি করলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সে ক্ষেত্রে বিভিন্ন মার্কেট কমিটিকে জবাবদিহিতায় আনা হবে।’

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না