টাঙ্গাইলের ভূঞাপুরে গভীর রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে শিশু সন্তানের গলায় ছুরি ধরে মাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার ওই নারী গতকাল বৃহস্পতিবার রাতে নিজে বাদী হয়ে মামলা দায়ের করেন। এই ঘটনায় অভিযুক্তরা হলেন কবির সরকার (২৬) ও শাহাদত (৩০)। কবির সরকার এলাকার রুলীপাড়া গ্রামের শহীদ জামানের ছেলে এবং শাহাদাত একই এলাকার হাবেস ঘোষের ছেলে।
গতকাল বৃহস্পতিবার রাতেই অভিযুক্ত কবির সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার গ্রেপ্তারকৃত কবির কে আদালতে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই গৃহবধূর স্বামী ব্যবসায়িক কাজে ঠাকুরগাঁও চলে যান। মঙ্গলবার তার শিশুসন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন ওই নারী। গভীর রাতে ঘরের মধ্যে পুরুষ মানুষ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন তিনি। এ সময় তিনি চিৎকার শুরু করলে তাঁর শিশু সন্তানের গলায় ছুরি ধরে কবির সরকার ও শাহাদত। এরপর সন্তানকে জিম্মি করে ওই নারীকে ধর্ষণ করেন তাঁরা।
এ বিষয়ে গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির বলেন, 'আমি ঘটনা শুনেছি। অভিযুক্ত কবির একাধিক বিয়ে করেছে। এর আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে সে।'
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাহমুদুল হাসান বলেন, 'থানায় অভিযোগ পাওয়ার কিছুক্ষণ পরই আসামি কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।'