হোম > অপরাধ > ঢাকা

বাসায় মিনি বার: মালিক আটক, স্ত্রীর সম্পৃক্ততা পায়নি অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বনানীর ১১ নম্বর রোডের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে বাসাটি থেকে বিপুল পরিমাণ বিদেশি মাদক উদ্ধার করা হয়েছে। ফ্ল্যাটের মালিক মিনিবার পরিচালনা করতেন। তাঁকে আটক করা হয়েছে। তবে এই অবৈধ ব্যবসার সঙ্গে ফ্ল্যাটের মালিকের কোনো সম্পৃক্ততা পাননি কর্মকর্তারা। 

আজ রোববার বিকেলে শুরু হওয়া অভিযানের বিষয়ে সন্ধ্যায় সাংবাদিকদের এসব তথ্য জানান অধিদপ্তরের সহকারী পরিচালক রাশিদুজ্জামান। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা জানান, গোয়েন্দা সূত্রে তথ্য পেয়ে বনানী এলাকার ১১ রোডের ৭৭ নম্বর হাউসের এম ব্লকের ব্যাংক এশিয়া বিল্ডিংয়ের লিফটের ৮ নম্বরের এই বাসায় অভিযান চালিয়ে বিদেশি মদ এমডিএমএ, কোকেন, এলএসডি, ক্যানাবিস চকলেট, কুশ ও সিনথেটিক গাঁজা, সিসা ও লিকুইড গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক বিক্রির ১ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়। 

এ সময় বাসা থেকে সেলিম সাত্তার নামে একজনকে আটক করা হয়।। তিনি সাবেক বলাকা ব্লেড ও বর্তমানে সামা রেজা কোম্পানির একজন পরিচালক। তাঁর বাসায় অবৈধ মিনিবার পাওয়া গেছে। 

আটক সাত্তার কর্মকর্তাদের জানিয়েছেন, তিনি বাংলাদেশ ও সুইডেনের দ্বৈত নাগরিক। বিভিন্ন সময়ে যাতায়াতের মাধ্যমে এ মাদক সংগ্রহ করেন। এই বাসাটি তাঁর নিজের। উদ্ধার হওয়া মাদক তিনি নিজে ব্যবহার ও বিক্রি করে আসছিলেন। তবে মাদক বিক্রি ও সেবনের লাইসেন্স নেই। 

বাসার ভেতরে মিনি বারে কারা আসত জানতে চাইলে সেলিম সাত্তার জানান, তাঁর বন্ধুবান্ধবসহ বিভিন্ন ব্যক্তিরা আসতেন। এ ছাড়া তিনি বিভিন্ন জনের কাছে মাদক বিক্রি করতেন। 

অধিদপ্তরের সহকারী পরিচালক রাশিদুজ্জামান জানান, বাসাটিতে সেলিম সাত্তারের স্ত্রী ও কাজের লোকসহ চারজন থাকতেন। তবে মাদক ব্যবসার সঙ্গে স্ত্রীর কোনো যোগসাজশ পাওয়া যায়নি। আটক সাত্তারের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ মামলা করার প্রক্রিয়া চলছে।

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ