হোম > অপরাধ > ঢাকা

দুই জাপানিকে ভুল বুঝিয়ে কবরস্থানের ভেতরে নিয়ে সর্বস্ব ছিনিয়ে নেয় তারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বধ্যভূমিতে দুই জাপানি নাগরিকের টাকা, মোবাইল ফোন ও ব্যাগ ছিনতাইয়ের কথা স্বীকার করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার এক যুবক। 

ঢাকার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই ইশারাত হোসেন জানান, দুই জাপানি পর্যটকের টাকাসহ মালামাল ছিনতাইয়ের অভিযোগে করা মামলায় আবু রাসেল প্রত্যয় ও জিহাদুল ইসলাম মামুনকে আজ শনিবার দুপুরের পর আদালতে হাজির করা হয়। আবু রাসেল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হওয়ায় তাঁর জবানবন্দি গ্রহণ করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম। পরে দুই আসামিকে কারাগারে পাঠানো হয়। 

এই মামলায় গ্রেপ্তার আরেক আসামি খাইরুল ইসলাম স্বপনকে গতকাল শুক্রবার একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। 

আদালত সূত্রে জানা গেছে, আবু রাসেল জবানবন্দিতে বলেছেন, গত ২৪ এপ্রিল রাত ৯টার দিকে তাঁরা রায়েরবাজার বধ্যভূমি কবরস্থানের ফটকে যান। প্রধান ফটক থেকে দুই জাপানি নাগরিককে বের হতে দেখেন। তখনই তাঁরা ছিনতাইয়ের পরিকল্পনা করেন। দুই জাপানিকে বুঝিয়ে তাঁরা কবরস্থানের ভেতরের দিকে নিয়ে যান। সেখানে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা, হাতব্যাগ, মোবাইল ফোন, পাসপোর্ট ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেন। আবু রাসেলের সঙ্গে স্বপন ও মামুন ছিলেন। রাসেল ও মামুন পরদিন ঘুরতে বের হন। স্বপন ঢাকায় থেকে যান। দুজন প্রথমে কক্সবাজার যান, পরে চট্টগ্রামের বিভিন্ন স্থান ঘুরে সীতাকুণ্ড আসার পর পুলিশের হাতে আটক হন। এ সময় তাঁদের কাছ থেকে দুই জাপানি পর্যটকের একজনের একটি আইফোন, ৩০ হাজার ইয়েন, একটি পোর্টেবল হটস্পট ও একটি ব্লু-টুথ হেডফোন উদ্ধার করা হয়। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, দুই জাপানি নাগরিক গত ২১ এপ্রিল বাংলাদেশে আসেন। তাঁরা গত ২৪ এপ্রিল শুক্রাবাদে একটি হোটেলে ওঠেন। ওই দিন রাত সাড়ে ৮টার দিকে রায়েরবাজার বধ্যভূমি পরিদর্শনে যান। তাঁরা বধ্যভূমি কবরস্থানের প্রধান ফটকের ভেতরে যান। রাত ৯টার দিকে কবরস্থান থেকে বের হতে গেলে তিন যুবক তাঁদের ভুল বুঝিয়ে কবরস্থানের আরও ভেতরে নিয়ে যান। তাঁদের কাছ থেকে সবকিছু কেড়ে নিয়ে সটকে পড়েন তিন যুবক। 

এ ঘটনায় হোটেলের ব্যবস্থাপক মোহাম্মদপুর থানায় ছিনতাইয়ের অভিযোগে মামলা করেন।

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার