হোম > অপরাধ > ঢাকা

সাভারে দুর্বৃত্তদের মারধরে আহত যুবকের মৃত্যু

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় অপরিচিত যুবককে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তের হামলায় লিখন (১৮) নামের এক ফার্নিচার দোকানকর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

এর আগে গতকাল রাতে আশুলিয়ার পলাশবাড়ির গোছরারটেক এলাকার ইস্টার্ন হাউজিং এলাকায় তাঁর ওপর হামলা করে দুর্বৃত্তরা।

নিহত লিখন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার ভয়নগর গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় একটি বাসায় ভাড়া থেকে ফার্নিচারের দোকানে কাজ করতেন।

দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ইনচার্জ ইউসুফ আলী। তিনি বলেন, গতকাল সোমবার রাত ১০টার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ দুপুরে তিনি মারা যান।

পুলিশ জানায়, গতকাল পলাশবাড়ীর গোছরারটেক ইস্টার্ন হাউজিং মাঠে মেহেদী নামের এক যুবককে কয়েকজন মারধর করছিল। ওই মাঠে বসে মোবাইল ব্যবহার করছিলেন নিহত লিখন। মেহেদীকে মারধর করতে দেখে দৌড়ে এসে বাঁচানোর চেষ্টা করেন লিখন। এ সময় দুর্বৃত্তরা লিখনকেও উপর্যুপরি কিল ঘুষি মারেন। মার খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন লিখন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আজ মারা যান তিনি। 

এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শরিফ মফিজুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর শরীরের কোথাও কোনো মারধরের চিহ্ন নেই। তবে ইন্টারনাল ইনজুরি থাকতে পারে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩