হোম > অপরাধ > ঢাকা

পলাতক জঙ্গি সোহেলের স্ত্রী শিখা ফের তিন দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার আদালত চত্বর থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় শাহাবের স্ত্রী ও তাঁদের আশ্রয়দাতাকে ফের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহাম্মদ এই দুজনকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। 

রিমান্ডপ্রাপ্তরা হলেন ছিনতাই হওয়া আসামি আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাবের স্ত্রী ফাতিমা তাসনিম শিখা ও তাঁদের আশ্রয়দাতা হুসনা আক্তার। 

পাঁচ দিনের রিমান্ড শেষে তাঁদের আদালতে হাজির করে পুলিশ। তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক মুহাম্মদ আবুল কালাম আজাদ ফের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

গত ৭ এপ্রিল নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁদের পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, ছিনতাই হওয়া জঙ্গি সোহেলকে তাঁরা আশ্রয় দিয়ে লুকিয়ে থাকতে সাহায্য করেছিলেন। তাই তাঁদের সঙ্গে জঙ্গিদের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা জানার জন্য এবং আদালতে সংঘটিত জঙ্গি ছিনতাইয়ের সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতা ও অন্যদের সংশ্লিষ্টতা কী রয়েছে তা জানতে আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার প্রয়োজন বলে রিমান্ড প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, জঙ্গি সোহেলের স্ত্রী শিখা প্রত্যক্ষভাবে আদালত থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। তিনি নিজে জঙ্গি ছিন্তাই পরিকল্পনার সমন্বয় করেছিলেন। 

উল্লেখ্য, গত বছরের ২০ নভেম্বর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটক থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেন সহযোগীরা। ওই দিন রাতে এ ঘটনায় ২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। ছিনিয়ে নেওয়া দুই জঙ্গি মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাবকে এখনো গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ