হোম > অপরাধ > ঢাকা

স্থপতি ইমতিয়াজ হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার, ৪ দিনের রিমান্ড

মুন্সিগঞ্জ প্রতিনিধি

স্থপতি ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়া (৪৭) খুনের ঘটনায় আলামিন ওরফে আলিফ (২০) নামের আরেক আসামিকে গ্রেপ্তার করেছে মুন্সিগঞ্জ গোয়েন্দা পুলিশ। এ নিয়ে চাঞ্চল্যকর ইমতিয়াজ হত্যা মামলার সব আসামিকে গ্রেপ্তার করল পুলিশ।

আজ শনিবার দুপুরে মুন্সিগঞ্জ আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস তাঁকে চার দিনের বিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে ১০ দিনের রিমান্ড চেয়ে তাঁকে আদালতে হাজির করে পুলিশ। আলিফ ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার খানপুর (চোকখানপুর) গ্রামের মো. কাশেমের ছেলে।

এ মামলার গ্রেপ্তারকৃত অপর চার আসামি হলেন আসিফ, আনোয়ার ওরফে এহসান মেঘ, মুন্না ও আরাফাতকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাঁরা সবাই খুনের দায় স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন। 

এসব তথ্য নিশ্চিত করে মুন্সিগঞ্জের গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ইমতিয়াজ হত্যা মামলার পলাতক আসামি আলামিন ওরফে আলিফকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ১০ দিনের রিমান্ড চেয়ে পুলিশ তাঁকে আদালতে পাঠানো হলে, আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ নিয়ে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের সব আসামিকে গ্রেপ্তার করা হলো।

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল