হোম > অপরাধ > ঢাকা

স্থপতি ইমতিয়াজ হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার, ৪ দিনের রিমান্ড

মুন্সিগঞ্জ প্রতিনিধি

স্থপতি ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়া (৪৭) খুনের ঘটনায় আলামিন ওরফে আলিফ (২০) নামের আরেক আসামিকে গ্রেপ্তার করেছে মুন্সিগঞ্জ গোয়েন্দা পুলিশ। এ নিয়ে চাঞ্চল্যকর ইমতিয়াজ হত্যা মামলার সব আসামিকে গ্রেপ্তার করল পুলিশ।

আজ শনিবার দুপুরে মুন্সিগঞ্জ আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস তাঁকে চার দিনের বিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে ১০ দিনের রিমান্ড চেয়ে তাঁকে আদালতে হাজির করে পুলিশ। আলিফ ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার খানপুর (চোকখানপুর) গ্রামের মো. কাশেমের ছেলে।

এ মামলার গ্রেপ্তারকৃত অপর চার আসামি হলেন আসিফ, আনোয়ার ওরফে এহসান মেঘ, মুন্না ও আরাফাতকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাঁরা সবাই খুনের দায় স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন। 

এসব তথ্য নিশ্চিত করে মুন্সিগঞ্জের গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ইমতিয়াজ হত্যা মামলার পলাতক আসামি আলামিন ওরফে আলিফকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ১০ দিনের রিমান্ড চেয়ে পুলিশ তাঁকে আদালতে পাঠানো হলে, আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ নিয়ে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের সব আসামিকে গ্রেপ্তার করা হলো।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট