নারায়ণগঞ্জের ফতুল্লায় ইউসুফ (৪০) নামের এক চালককে হত্যা করে তাঁর ইজিবাইক নিয়ে পালানোর সময় তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে তিনটায় ফতুল্লার চর কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইউসুফ নোয়াখালী জেলার কমলনগর থানার কালকিনি গ্রামের আলী হোসেনের ছেলে। তিনি ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকায় সুমন মহাজনের ইজিবাইক ভাড়ায় চালাতেন।
এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন মাহবুব (২৪), কাউছার (২২) ও আমিন (২৩)। তাঁরা একই মহাজনের ইজিবাইকচালক।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক জানান, কাশিপুর এলাকায় পুলিশ রাতে ডিউটি করার সময় তিন ব্যক্তি একটি ব্যাটারিচালিত ইজিবাইক ধাক্কা দিয়ে টেনেহিঁচড়ে নিতে দেখেন। এ সময় পুলিশের সন্দেহ হয়। পরে তাঁদের আটক করে কথা বললে সন্দেহজনক মনে হওয়ায় মহাজনের ডাকতে বলে।
ওসি আরও জানান, মহাজন এসে বলেন, ‘আটক তিনজন আমার অন্য গাড়ির চালক। তবে তাঁরা এই গাড়ির নয়।’ এ সময় তাঁদের জিজ্ঞাসাবাদ করলে তাঁরা জানান চালককে খুন করে চর কাশিপুর সড়কের পাশে ফেলে রেখে এসেছেন। পরে তাঁদের দেখানো স্থান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো পাঠায় পুলিশ।
নিহতের গলায় রড দিয়ে একাধিক আঘাত করা হয়েছে। শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই। এ বিষয়ে মামলা করা হবে বলেও জানায় পুলিশ।