রাজধানী ও কুষ্টিয়ায় অভিযান চালিয়ে এলিট ফোর্স র্যাব এর কর্মকর্তা পরিচয় দিত একটি চক্র। তারা এ পরিচয় ব্যবহার করে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে আসছিল। এমনই অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে প্রতারক চক্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি ইমরান খান।
ইমরান খান জানান, রাজধানীর দক্ষিণখান ও কুষ্টিয়া জেলায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। অভিযানটি র্যাব-১ ও র্যাব-১২ যৌথভাবে চালিয়েছে।
এএসপি ইমরান আরও জানান, এ বিষয়ে বিস্তারিত জানাতে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার বিকেল ৩টায় এ বিষয়ে বিস্তারিত জানাবেন র্যাব-১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল আবদুল্লাহ আল মোমেন।