হোম > অপরাধ > ঢাকা

নবাবগঞ্জে শিশুকে ২ দিন আটকে রেখে ধর্ষণ

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ১২ বছরের এক শিশুকে অপহরণ করে দুই দিন আটকে রেখে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে দিয়েছেন। গতকাল শনিবার উপজেলার কোমরগঞ্জ গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে এ তথ্য নিশ্চিত করেন নবাবগঞ্জ থানার এসআই ফারজানা আক্তার। 

গ্রেপ্তারকৃত মো. জনি (৩০) ওই গ্রামের হাশেম মেম্বারের বাড়ির ভাড়াটিয়া। তিনি মৃত নুরুল ইসলাম ওরফে হাকিম চৌধুরীর ছেলে। 

শিশুটির পরিবারের বরাত দিয়ে এসআই ফারজানা জানান, শিশুটি গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে শনিবার ভোরে শিশুটিকে হাত-পা বাঁধা ও মুখে টেপ লাগানো অবস্থায় তাদের বাড়ির সামনে ফেলে যায় জনি। 

পরিবারের লোকজন মেয়ের মুখে জানতে পারে, জনি তাদের মেয়েকে অপহরণ করে তার ঘরে দুই দিন আটকে রেখে হাত-পা বেঁধে ও মুখে টেপ লাগিয়ে একাধিকবার ধর্ষণ করেছে। ঘটনার বিস্তারিত জানতে পেরে তারা এলাকাবাসীকে বিষয়টি জানায়। পরে স্থানীয়রা জনিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। 

এসআই ফারজানা বলেন, ‘আমি ভুক্তভোগী শিশুটির সঙ্গে কথা বলছি। এ ঘটনায় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিশুটির বড় ভাই বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি মামলা করেছেন। মামলায় জনিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার সকালে তাঁকে আদালতে পাঠানো হবে।’ 

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি