হোম > অপরাধ > ঢাকা

নবাবগঞ্জে শিশুকে ২ দিন আটকে রেখে ধর্ষণ

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ১২ বছরের এক শিশুকে অপহরণ করে দুই দিন আটকে রেখে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে দিয়েছেন। গতকাল শনিবার উপজেলার কোমরগঞ্জ গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে এ তথ্য নিশ্চিত করেন নবাবগঞ্জ থানার এসআই ফারজানা আক্তার। 

গ্রেপ্তারকৃত মো. জনি (৩০) ওই গ্রামের হাশেম মেম্বারের বাড়ির ভাড়াটিয়া। তিনি মৃত নুরুল ইসলাম ওরফে হাকিম চৌধুরীর ছেলে। 

শিশুটির পরিবারের বরাত দিয়ে এসআই ফারজানা জানান, শিশুটি গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে শনিবার ভোরে শিশুটিকে হাত-পা বাঁধা ও মুখে টেপ লাগানো অবস্থায় তাদের বাড়ির সামনে ফেলে যায় জনি। 

পরিবারের লোকজন মেয়ের মুখে জানতে পারে, জনি তাদের মেয়েকে অপহরণ করে তার ঘরে দুই দিন আটকে রেখে হাত-পা বেঁধে ও মুখে টেপ লাগিয়ে একাধিকবার ধর্ষণ করেছে। ঘটনার বিস্তারিত জানতে পেরে তারা এলাকাবাসীকে বিষয়টি জানায়। পরে স্থানীয়রা জনিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। 

এসআই ফারজানা বলেন, ‘আমি ভুক্তভোগী শিশুটির সঙ্গে কথা বলছি। এ ঘটনায় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিশুটির বড় ভাই বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি মামলা করেছেন। মামলায় জনিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার সকালে তাঁকে আদালতে পাঠানো হবে।’ 

আইনজীবী হত্যার মূল আসামি গ্রেপ্তার

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ

সাগর-রুনি হত্যা: ১২৩ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

গভীর রাতে পিকআপ নিয়ে মোহাম্মদপুরে সোনার দোকান লুট

জুলাই গণ-অভ্যুত্থান: রায়েরবাজারে দাফন ১১৪ মরদেহের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে হস্তান্তর