হোম > অপরাধ > ঢাকা

নবাবগঞ্জে শিশুকে ২ দিন আটকে রেখে ধর্ষণ

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ১২ বছরের এক শিশুকে অপহরণ করে দুই দিন আটকে রেখে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে দিয়েছেন। গতকাল শনিবার উপজেলার কোমরগঞ্জ গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে এ তথ্য নিশ্চিত করেন নবাবগঞ্জ থানার এসআই ফারজানা আক্তার। 

গ্রেপ্তারকৃত মো. জনি (৩০) ওই গ্রামের হাশেম মেম্বারের বাড়ির ভাড়াটিয়া। তিনি মৃত নুরুল ইসলাম ওরফে হাকিম চৌধুরীর ছেলে। 

শিশুটির পরিবারের বরাত দিয়ে এসআই ফারজানা জানান, শিশুটি গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে শনিবার ভোরে শিশুটিকে হাত-পা বাঁধা ও মুখে টেপ লাগানো অবস্থায় তাদের বাড়ির সামনে ফেলে যায় জনি। 

পরিবারের লোকজন মেয়ের মুখে জানতে পারে, জনি তাদের মেয়েকে অপহরণ করে তার ঘরে দুই দিন আটকে রেখে হাত-পা বেঁধে ও মুখে টেপ লাগিয়ে একাধিকবার ধর্ষণ করেছে। ঘটনার বিস্তারিত জানতে পেরে তারা এলাকাবাসীকে বিষয়টি জানায়। পরে স্থানীয়রা জনিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। 

এসআই ফারজানা বলেন, ‘আমি ভুক্তভোগী শিশুটির সঙ্গে কথা বলছি। এ ঘটনায় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিশুটির বড় ভাই বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি মামলা করেছেন। মামলায় জনিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার সকালে তাঁকে আদালতে পাঠানো হবে।’ 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির