হোম > অপরাধ > ঢাকা

শিবচরে পরকীয়ার জেরে প্রবাসীর স্ত্রীকে হত্যা, গ্রেপ্তার ২ 

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচর উপজেলায় পরকীয়া সম্পর্কের জেরে এক প্রবাসীর স্ত্রীকে হত্যার ঘটনা ঘটেছে। ওই গৃহবধূকে ধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যা করে তিন বন্ধু। এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তারের পর প্রাথমিক স্বীকারোক্তিতে হত্যার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

আজ রোববার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মাসুদ আলম। এদিকে এ ঘটনায় বাবুল শিকদার নামে আরেকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন—আতিয়ার কাজী (৫০), শহীদ মোল্লা (৪২)। 

এর আগে শুক্রবার (৩ মার্চ) মাদারীপুরের শিবচরের একটি এলাকা থেকে এক সৌদিপ্রবাসীর স্ত্রীর (৩০) মরদেহ উদ্ধার করে পুলিশ। মুখ বাঁধা অবস্থায় ওই গৃহবধূর নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

পুলিশ সুপার জানান, গত শুক্রবার মুখ বাঁধা অবস্থায় নিজ ঘর থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিন গৃহবধূর ভাই বাদী হয়ে শিবচর থানায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করেন। এরপর ১৮ ঘণ্টার মধ্যে আতিয়ার কাজী, শহীদ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। পরকীয়ার ঘটনা জানাজানি হওয়ায় ধর্ষণ শেষে তিন বন্ধু মিলে ওই গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেন। পরে তিনজনই গা ঢাকা দেন। 

পুলিশ সুপার মাসুদ আলম আরও বলেন, ৭ বছর আগে আতিকের সঙ্গে পরিচয় হয় ওই গৃহবধূর। পরে তাঁরা গভীর সম্পর্কে জড়িয়ে পড়েন। আতিকের অন্য বন্ধুদের সঙ্গে গৃহবধূকে পরিচয় করে দেওয়ার পর বিষয়টি এলাকায় জানাজানি হয়। এ নিয়ে তাঁদের মধ্যে ঝামেলা হয়। পরে গৃহবধূকে মেরে ফেলার পরিকল্পনা করেন তিন বন্ধু। গ্রেপ্তারকৃত দুজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে। এদিকে অভিযুক্ত তিনজনই ভ্যানচালক ও ভেন্নাতলা এলাকার বাসিন্দা। আর এখনো পলাতক অপর বন্ধু বাবুল শিকদার। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন