হোম > অপরাধ > ঢাকা

শিবচরে পরকীয়ার জেরে প্রবাসীর স্ত্রীকে হত্যা, গ্রেপ্তার ২ 

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচর উপজেলায় পরকীয়া সম্পর্কের জেরে এক প্রবাসীর স্ত্রীকে হত্যার ঘটনা ঘটেছে। ওই গৃহবধূকে ধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যা করে তিন বন্ধু। এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তারের পর প্রাথমিক স্বীকারোক্তিতে হত্যার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

আজ রোববার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মাসুদ আলম। এদিকে এ ঘটনায় বাবুল শিকদার নামে আরেকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন—আতিয়ার কাজী (৫০), শহীদ মোল্লা (৪২)। 

এর আগে শুক্রবার (৩ মার্চ) মাদারীপুরের শিবচরের একটি এলাকা থেকে এক সৌদিপ্রবাসীর স্ত্রীর (৩০) মরদেহ উদ্ধার করে পুলিশ। মুখ বাঁধা অবস্থায় ওই গৃহবধূর নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

পুলিশ সুপার জানান, গত শুক্রবার মুখ বাঁধা অবস্থায় নিজ ঘর থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিন গৃহবধূর ভাই বাদী হয়ে শিবচর থানায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করেন। এরপর ১৮ ঘণ্টার মধ্যে আতিয়ার কাজী, শহীদ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। পরকীয়ার ঘটনা জানাজানি হওয়ায় ধর্ষণ শেষে তিন বন্ধু মিলে ওই গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেন। পরে তিনজনই গা ঢাকা দেন। 

পুলিশ সুপার মাসুদ আলম আরও বলেন, ৭ বছর আগে আতিকের সঙ্গে পরিচয় হয় ওই গৃহবধূর। পরে তাঁরা গভীর সম্পর্কে জড়িয়ে পড়েন। আতিকের অন্য বন্ধুদের সঙ্গে গৃহবধূকে পরিচয় করে দেওয়ার পর বিষয়টি এলাকায় জানাজানি হয়। এ নিয়ে তাঁদের মধ্যে ঝামেলা হয়। পরে গৃহবধূকে মেরে ফেলার পরিকল্পনা করেন তিন বন্ধু। গ্রেপ্তারকৃত দুজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে। এদিকে অভিযুক্ত তিনজনই ভ্যানচালক ও ভেন্নাতলা এলাকার বাসিন্দা। আর এখনো পলাতক অপর বন্ধু বাবুল শিকদার। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি