হোম > অপরাধ > ঢাকা

র‍্যাবের হাতে ইয়াবাসহ ধরা পড়লেন ছুটিতে থাকা এএসআই

কিশোরগঞ্জ, প্রতিনিধি

কিশোরগঞ্জে ৩ হাজার ৮৫০ পিচ ইয়াবাসহ এনামুল হক নামের একজন পুলিশের সহকারী উপপরিদর্শককে (এএসআই) আটক করেছে র‍্যাব। গতকাল বুধবার সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা শহরের কাছাকাছি যশোদল ইউনিয়নের সিদ্ধেশ্বরী কালীবাড়ী রেলগেট এলাকা থেকে তাঁকে আটক করা হয়। 

আজ বৃহস্পতিবার মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে এনামুলকে আদালতে পাঠানো হলে, আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এনামুল হক জেলার ইটনা থানায় কর্মরত ছিলেন।

র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, মোটরসাইকেলে করে ইয়াবা পাচারের সময় র‍্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা সিদ্ধেশ্বরী রেলগেট এলাকা থেকে এএসআই এলামুল হককে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ৩ হাজার ৮৫০ পিচ ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। রাতেই তাঁকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। 

এ বিষয়ে জানতে চাইলে র‍্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক এম শোভন খান কিশোরগঞ্জ মডেল থানায় যোগাযোগ করার পরামর্শ দেন।

কিশোরগঞ্জ পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বলেন, ‘এএসআই এনামুল হক ইয়াবাসহ আটক হয়েছে বলে র‍্যাব আমাকে জানিয়েছে।’

ইটনা থানার ওসি কামরুল ইসলাম মোল্লা বলেন, ‘এনামুল দীর্ঘ আড়াই মাস মেডিকেল ছুটিতে ছিলেন। ছুটি শেষে বর্তমানে তিনি শাস্তিমূলক ছুটিতে রয়েছেন। তাঁর গ্রামের বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়ায়।’

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার