কাভার্ড ভ্যানে করে গাঁজা পরিবহনের সময় গাজীপুরের বাসন থানা এলাকা থেকে ১০৯ কেজি গাঁজাসহ একজন কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত ১টি কাভার্ড ভ্যান,২টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৮ হাজার ১৫ টাকা জব্দ করা হয়।
আজ রোববার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এসব তথ্য জানিয়েছেন র্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা।
গ্রেপ্তারকৃত আসামির নাম মো. ফয়সাল মামুন (৩৮)। তিনি নোয়াখালী জেলার মো. সেলিমের ছেলে।
পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে গাঁজা কেনাবেচা করে আসছিলেন বলে স্বীকার করেছেন।