হোম > অপরাধ > ঢাকা

গাজীপুরে ১০৯ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

কাভার্ড ভ্যানে করে গাঁজা পরিবহনের সময় গাজীপুরের বাসন থানা এলাকা থেকে ১০৯ কেজি গাঁজাসহ একজন কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত ১টি কাভার্ড ভ্যান,২টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৮ হাজার ১৫ টাকা জব্দ করা হয়। 

আজ রোববার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এসব তথ্য জানিয়েছেন র‍্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা। 

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. ফয়সাল মামুন (৩৮)। তিনি নোয়াখালী জেলার মো. সেলিমের ছেলে। 

পুলিশ সুপার মো. পারভেজ রানা জানান, কুমিল্লা থেকে একটি কাভার্ড ভ্যানে করে গাঁজার বড় একটি চালান ঢাকা হয়ে গাজীপুর মাওনার দিকে আসছে—এমন তথ্যের ভিত্তিতে আজ ভোরে র‍্যাব-১-এর একটি দল অভিযান চালায়। অভিযানে তারা গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় শাহিন চায়ের দোকানের সামনে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর অস্থায়ী চেকপোস্ট বসায়। পরে সন্দেহজনক কাভার্ড ভ্যানটিতে তল্লাশি চালিয়ে ১০৯ কেজি গাঁজা জব্দ ও ফয়সালকে আটক করা হয়। 

পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে গাঁজা কেনাবেচা করে আসছিলেন বলে স্বীকার করেছেন।

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি