হোম > অপরাধ > ঢাকা

গাজীপুরে ১০৯ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

কাভার্ড ভ্যানে করে গাঁজা পরিবহনের সময় গাজীপুরের বাসন থানা এলাকা থেকে ১০৯ কেজি গাঁজাসহ একজন কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত ১টি কাভার্ড ভ্যান,২টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৮ হাজার ১৫ টাকা জব্দ করা হয়। 

আজ রোববার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এসব তথ্য জানিয়েছেন র‍্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা। 

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. ফয়সাল মামুন (৩৮)। তিনি নোয়াখালী জেলার মো. সেলিমের ছেলে। 

পুলিশ সুপার মো. পারভেজ রানা জানান, কুমিল্লা থেকে একটি কাভার্ড ভ্যানে করে গাঁজার বড় একটি চালান ঢাকা হয়ে গাজীপুর মাওনার দিকে আসছে—এমন তথ্যের ভিত্তিতে আজ ভোরে র‍্যাব-১-এর একটি দল অভিযান চালায়। অভিযানে তারা গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় শাহিন চায়ের দোকানের সামনে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর অস্থায়ী চেকপোস্ট বসায়। পরে সন্দেহজনক কাভার্ড ভ্যানটিতে তল্লাশি চালিয়ে ১০৯ কেজি গাঁজা জব্দ ও ফয়সালকে আটক করা হয়। 

পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে গাঁজা কেনাবেচা করে আসছিলেন বলে স্বীকার করেছেন।

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল