হোম > অপরাধ > ঢাকা

বিমানবন্দরে সাত কোটি টাকা মূল্যের স্বর্ণ-মোবাইলসহ প্রবাসী আটক

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাত কোটি টাকা মূল্যের স্বর্ণের বার ও মোবাইল ফোনসহ মো. তৌফিক বিন রেজা (৩৮) নামের একজন প্রবাসী যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ থেকে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে ওই যাত্রীকে আটক করে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম।

আটককালে ওই যাত্রীর কাছে থাকা ছয়টি লাগেজ থেকে ২৭৩টি আইফোন, স্যামসাং নোট ২০, গুগল পিক্সেলসহ প্রায় সাড়ে ৩ শতাধিক মোবাইল পাওয়ায় গেছে। এ ছাড়াও তাঁর কাছ থেকে প্রায় ১ কেজি ৬০০ গ্রাম সোনার বার ও স্বর্ণালংকার পাওয়া গেছে। 

আটক হওয়া ওই যাত্রী নারায়ণগঞ্জের ফতুল্লার রেলস্টেশন এলাকার মৃত রেজাউল করিম খানের ছেলে তৌফিক বিন রেজা। 

এ বিষয়ে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিমের উপ-কমিশনার (ডিসি) মো. সানোয়ারুল কবির আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে সাত কোটি টাকা মূল্যের মোবাইল ফোন ও স্বর্ণসহ তৌফিক বিন রেজা নামের একজন প্রবাসী যাত্রীকে আটক করা হয়েছে। আটকালে তাঁর সঙ্গে থাকা ছয়টি লাগেজ থেকে আইফোন, স্যামসাং নোট ২০, গুগল পিক্সেল ব্রান্ডের প্রায় সাড়ে ৩ শতাধিক মোবাইল, স্বর্ণের বার ও স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। এসব মোবাইল ও স্বর্ণের বাজার মূল্য আনুমানিক সাত কোটি টাকা।’ 

মো. সানোয়ারুল কবির আরও বলেন, ‘আটক হওয়া ওই যাত্রী দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ ফ্লাইটে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাত ৯টা ২০ মিনিটে বিমানবন্দরে এসে নামেন।’ 

এ ঘটনায় আটক হওয়া ওই প্রবাসী যাত্রীর বিরুদ্ধে শুল্ক আইনে ও ফৌজদারি আইনে দুটি মামলা করা হবে বলেও জানিয়েছেন ডিসি সানোয়ারুল কবির। 

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস