হোম > অপরাধ > ঢাকা

ঢাকেশ্বরী মন্দিরে চুরি: এক যুগ পর পলাতক তিন আসামির ৮ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে প্রায় এক যুগ আগে ২০০ ভরি স্বর্ণ চুরির মামলায় তিনজনকে আট বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এই রায় দেন। রায়ে তিনজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—গরীব উল্লা ওরফে আসলাম, মুনির ওরফে মনিরুল ও মোহাম্মদ মনির। মন্দিরে অবৈধ অনুপ্রবেশ ও চুরির দায়ে প্রত্যেককে দুই ধারায় চার বছর করে আট বছর কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত আসামিরা পলাতক রয়েছেন। তাঁরা গ্রেপ্তার হওয়ার পর বা আদালতে আত্মসমর্পণ করার পর এই সাজা কার্যকর হবে।

খালাসপ্রাপ্ত আসামিরা হলেন—শাহ আলম, সুরুজ আহমেদ ও সেলিম।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১১ সালের ৮ জানুয়ারি রাতে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে চুরির ঘটনা ঘটে। এ সময় প্রায় ২০০ ভরি স্বর্ণ, নগদ প্রায় সাড়ে ৪ লাখ টাকা এবং পাঁচ-ছয় ভরি রুপা খোয়া যায়। এ ঘটনার পরদিনই রাজধানীর চকবাজার থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন তৎকালীন মহানগর পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি বীরেশ চন্দ্র সাহা।

দীর্ঘ তদন্ত শেষে ২০১৩ সালে মুন্সিগঞ্জের গরীবউল্লা ওরফে আসলাম, নারায়ণগঞ্জের শাহ আলম, সুরুজ আহমেদ, সেলিম, মুনির ওরফে মনিরুল, মোহাম্মদ মনিরসহ ছয়জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলায় ২৩ জন সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় ৯ জন সাক্ষ্য দেন।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি